Amazon Prime Day Sale: বিপুল ছাড়, একাধিক নতুন প্রোডাক্ট লঞ্চ, আসছে অ্যামাজন প্রাইম ডে সেল, দিনক্ষণ ঘোষণা
পাঁচ বছরে পা দিচ্ছে অ্যামাজনের প্রাইম পরিষেবা। এবারে প্রাইম ডে সেল চলবে দু'দিন।
নয়াদিল্লি : বিভিন্ন আইটেমে বিপুল ছাড়। একাধিক লোভনীয় ডিলস। বিভিন্ন রকমের প্রোডাক্টসে সেভিংসের সুযোগ, সঙ্গে একধাক্কায় প্রায় ৩০০ নতুন প্রোডাক্ট লঞ্চ। একরাশ লোভনীয় অফার নিয়ে আসছে অ্যামাজন প্রাইম ডে সেল। বহুজাতিক সংস্থার পক্ষে জানিয়ে দেওয়া হল, চলতি মাসের ২৬ ও ২৭ তারিখ তারা তাদের প্রাইম ইউজারদের জন্য নিয়ে আসছে বিশেষ সেলের অফার। এবারে পাঁচ বছরে পা রাখছে অ্যামাজনের প্রাইম মেম্বারশিপ পরিষেবা। তাই এবারের প্রাইম ডে সেলকে বিশেষভাবে আকর্ষণীয় করে রাখার ইঙ্গিতও দেওয়া হয়েছে অ্যামাডনের তরফে।
করোনার দ্বিতীয় ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠলেও এখনও দেশের অবস্থা আগের হালে ফেরেনি। ধাক্কা খেয়েছে অর্থনীতি। কোভিড রুখতে দেশের বিভিন্ন জায়গায় চলা লকডাউনের জেরে এককভাবে কাজ করা শিল্পী থেকে বিভিন্ন ছোট ম্যানুফ্যাকচারার, ছোট ব্যবসায়ী থেকে বিভিন্ন স্টার্ট আপ বা ছোট দোকান, সকলকেই বেশ কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তাই গ্রাহকদের পাশাপাশি তাদের কথা বিশেষ গুরুত্ব দিয়ে এবারের প্রাইম ডে সেলের আগে ভাবা হয়েছে বলেই জানিয়েছে অ্যামাজন। সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে অ্যামাজন ইন্ডিয়ার প্রধান অমিত অগ্রবাল যা জানিয়েছেন। দু'দিনের প্রাইম ডে সেলের জন্য প্রচুর সংখ্যায় এহেন বিক্রেতারা আজ থেকেই তাদের ডিল চালু করা শুরু করে দিতে পারবেন। যা চলবে ২৪ জুলাই পর্যন্ত। আর তারপর বাম্পার প্রাইম ডে সেল।
অ্যামাজনের যে গ্রাহকরা প্রাইম পরিষেবা ব্যবহার করে থাকেন তারা অ্যামাজন প্রাইম সার্ভিসের মাধ্যমে ওটিটি এনটারটেনমেন্ট। অ্যামাজন মিউজিকে বিনামূল্যে অ্যাড ফ্রি মিউজিকের পরিষেবা পান। আর সবথেকে বড় সুবিধা তারা পেয়ে থাকেন অ্যামাজন প্ল্যাটফর্মে যে কোনও লঞ্চ সবার আগে তারা অ্যাভেল করার ক্ষেত্রে। পাশাপাশি প্রাইম মেম্বারদের ক্ষেত্রে ডেলিভারি চার্জও লাগে না। ২৬ ও ২৭ জুলাইয়ের প্রাইম ডে তে অ্যমাজনের পক্ষ থেকে একাধিক ফোন, টিভি, হোম অ্যাপ্লায়েন্সেস থেকে অ্যামাজন ডিভাইস নিয়ে আসা হচ্ছে।