Amazon Great Indian Festival Sale: কম খরচে পার্লারের মতো হেয়ারস্টাইল চান ? অ্যামাজনে দারুণ অফারে পাবেন হেয়ার স্ট্রেইটনার
Amazon Great Indian Festival Sale: বাড়িতে বসেই নিজের পছন্দের হেয়ারস্টাইল করুন হেয়ার স্ট্রেইটনার দিয়ে। দেখে নিন অ্যামাজনে কত ছাড়ে পাওয়া যাচ্ছে বিউটি অ্যাপ্লায়েন্সগুলি।
Amazon Great Indian Festival Sale: পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসেই নিজের পছন্দের হেয়ারস্টাইল করুন হেয়ার স্ট্রেইটনার দিয়ে। দেখে নিন অ্যামাজনে কত ছাড়ে পাওয়া যাচ্ছে বিউটি অ্যাপ্লায়েন্সগুলি।নিচে সেরকমই কিছু ভালো ডিলের উদাহরণ দিলাম আমরা।
অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল
১ Havells HS4121 Hair Straightener (Red)
হ্যাভেলসের এই হেয়ার স্ট্রেইটনারের দাম ২০৯৫ টাকা। যদিও অ্যামাজনের সেলে ১২৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই প্রোডাক্ট। এই চুল সোজা করার এই ডিভাইসের ওপর রয়েছে সম্পূর্ণ ৩৮ শতাংশ ছাড়। এতে সেরামিক কোটিং দেওয়া প্লেট রয়েছে। প্লেটগুলির চওড়া হওয়ায় তা চুল স্টাইলিংয়ের সময় জট তৈরি করে না। এই হেয়ার স্ট্রেইটনারে একটি ডিজিটাল তাপমাত্রা প্রদর্শনের ফিচার রয়েছে।
হ্যাভেলসের হেয়ার স্ট্রেইটনারে বড় ছাড় দিচ্ছে অ্যামাজন, জেনে নিন কত দাম
২ PHILIPS BHS393/40 Straightener
ফিলিপস BHS393/40 সিল্কপ্রোটেক্ট টেকনোলজি সহ পাওয়া যায় এই স্ট্রেইটনার। সোজা, কার্ল, সব ধরনের চুলের উপযোগী এই ডিভাইস। আপনি যদি প্রিমিয়াম মানের হেয়ার স্ট্রেইটনার কিনতে চান তাহলে ফিলিপসের অনেক অপশন আছে। ফিলিপস বিএইচএস 393/40 স্ট্রেইটনার এখন অ্যামাজনের সেলে ২৫ শতাংশ ছাড়ে পাওয়াযাচ্ছে। এর দাম ১৮৪৫ টাকা হলেও অফারে এটি ১৩৮৩ টাকায় পাওয়া যায়। চুল সোজা বা কার্ল উভয় ক্ষেত্রেই ভালো ফল দেয় স্ট্রেইটনার। সেরামিক প্লেট থাকায় চুলে জট বাঁধতে দেয় না এই ডিভাইস। এতে রয়েছে দ্রুত গরম করার ব্যবস্থা। এতে বেশি তাপমাত্রা থাকায় তা চুল অনেকক্ষণ কার্ল বা সোজা করে রাখতে পারে।
অ্যামাজনে ফিলিপসের হেয়ার স্ট্রেইটনারে পাবেন ছাড়, এখনই দেখে নিন দাম
৩ VEGA K-Shine Hair Straightener
VEGA K-Shine হেয়ার স্ট্রেইটনার কেরাটিন ইনফিউজড প্লেটস(অনন্যা পান্ডে সিগনেচার কালেকশন)এখন অ্যামাজনে ভালো ছাড়ে পাওয়া যাচ্ছে। VHSH-28ভেগার হেয়ার স্ট্রেইটেনারের দাম আসলে ১১৯৯ টাকা। তবে এখন সেলে তা ৯৪৯ টাকায় পাওয়া যাচ্ছে।ভেগার এই হেয়ার স্ট্রেইটনার কেরাটিন ইনফিউজড সেরামিক কোটিং প্লেট দিয়ে তৈরি।এতে রয়েছে পিটিসি হিটিং উপাদান যা এর বডিকে মসৃণ রাখতে সাহায্য করে। এর কর্ড বেশ বড় এবং সহজেই ঘোরানো যায়।
বড় ছাড় পাচ্ছেন ভেগার হেয়ার স্ট্রেইটনারে, অ্যামাজনে কত দাম পড়ছে ডিভাইসের ?
৪ Nova NHS 849
নোভা এনএইচএস 849 ডিজিটাল ডিসপ্লে কেরাসিল্ক 2 ইন 1 স্ট্রেইট অ্যান্ড কার্ল (ফুসিয়া) ভেগার হেয়ার স্ট্রেইটনার সস্তা ও সাশ্রয়ী। বাজেটের মধ্যে এটি অন্যতম সেরা ডিল। এই হেয়ার স্ট্রেইটেনারের দাম ২৬৯৫ টাকা। যা অ্যামাজনের সেলে ৭৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই হেয়ার স্ট্রেইটনারটিতে দ্রুত গরম করার প্রযুক্তি রয়েছে। এছাড়াও, এটি অতিরিক্ত গরম না হওয়ার কারণে চুলের কোনও ক্ষতি হয় না। এই হেয়ার স্ট্রেইটনারটি খুব হালকা ও মসৃণ। যা সহজেই বহন করা যায়।
অ্যামাজনের সেলে নোভার হেয়ার স্ট্রেইটনারে ভালো অফার, এখনই ফাইনাল করুন ডিল
৫ VM MALL Straight Artifact Ceramic Electronic Hair Straightening Brush
এই ইলেকট্রনিক হেয়ার স্ট্রেইটনিং ব্রাশ মেশিন মহিলাদের জন্য খুবই আকর্ষণীয় প্রোডাক্ট। আপনি যদি কম খরচে প্রতিদিন ব্যবহারের জন্য হেয়ার স্ট্রেইটনার কিনতে চান, তাহলে ভিএম মাল স্ট্রেইটনার ভালো অপশন হতে পারে। এর দাম মাত্র ৭৯৯ টাকা। যা অ্যামাজনের সেলে ৬০৫ টাকায় পাওয়া যাচ্ছে। এর সাহায্যে, আপনি চুল কার্ল ছাড়াও সোজা করতে পারবেন।
আরওপড়ুন ; Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন
আরও পড়ুন ; Amazon Backpack Offers: আর পাবেন না এই অফার, অ্যামাজনে ব্যাকপ্যাকে ৮০% ছাড়