(Source: ECI/ABP News/ABP Majha)
Anant-Radhika Wedding: অনন্ত-রাধিকার রাজকীয় বিয়ের কার্ডে হিরে-সোনা, জ্বলজ্বল করছে কী ?
Anant-Radhika Wedding Card: এই বিয়েতে রিলায়েন্সের কর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সম্প্রতি সামনে এসেছে সেই কার্ড।
Anant-Radhika Wedding Card: শুক্রবারই সেই দিন। 12 জুলাই গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্ট (Radhika Merchant) । এর জন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুজনেই মুম্বাইয়ের বান্দ্রা কুলা কমপ্লেক্সে জিও ওয়ার্ল্ড সেন্টারে সাত পাকে বাঁধা পড়বেন। এই বিয়েতে যোগ দিতে ভারত ও বিদেশ থেকে অতিথিরা মুম্বাই আসছেন। এই বিয়েতে রিলায়েন্সের কর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সম্প্রতি সামনে এসেছে সেই কার্ড।
কর্মীদেরও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে
রিলায়েন্স কর্মীদের পাঠানো রাজকীয় আমন্ত্রণ পত্রের একটি ঝলক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে দেখা যাচ্ছে। বিয়ের কার্ডটি চমৎকার কারুকার্য সহ বাইরে থেকে কমলা রঙের। বিয়ের কার্ডে আপনি অনেক ধরনের দেব-দেবী দেখতে পাবেন। সেই সঙ্গে বিয়ের অনুষ্ঠানের বিস্তারিতও নিমন্ত্রণপত্রে লিপিবদ্ধ রয়েছে। সোনালি রঙের এই বিয়ের কার্ড তৈরি করা হয়েছে খুব সুন্দর যত্ন সহকারে।
Anant-Radhika Wedding Card: এখানে বিয়ের সম্পূর্ণ সময়সূচি রয়েছে
অনন্ত এবং রাধিকা আগামীকাল 12 জুলাই গাঁটছড়া বাঁধতে চলেছেন। প্রথমে দুপুর 3 টেতে জিও ওয়ার্ল্ড সেন্টারে বরাত আসবে। এরপর রাত ৮টায় বরমালা অনুষ্ঠান। পরে রাত সাড়ে ৯টায় বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিয়ের অতিথিদের জন্য একটি ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক থাকছে। এরপর ১৩ ও ১৪ জুলাই গণসংবর্ধনার কর্মসূচি রাখা হয়েছে।
মুম্বাইয়ের সমস্ত বড় হোটেল সম্পূর্ণ বুক করা আছে
এই কারণে মুম্বাইয়ের তাজ হোটেল থেকে প্রায় সব হোটেলই সম্পূর্ণ বুক করা আছে। এর পাশাপাশি বিকেসির কর্মচারীদের বাড়ি থেকে কাজ দেওয়া হয়েছে। আর্কিটেকচারাল ডাইজেস্টের মতে, এই রাজকীয় বিয়ের জন্য মুকেশ আম্বানি জলের মতো টাকা ঢালছেন। এই বিয়েতে প্রায় 320 মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 2700 কোটি টাকা খরচ হচ্ছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)