Dilip on SIR: 'সুপ্রিম কোর্ট সবসময় তার যা ঠিক মনে হয়, সেই রায়ই দেয়', TMC-র দাবির পাল্টা দিলীপের
সাধারণ মানুষের স্বার্থে TMC যা যা বলেছিল, আদালত তাতে মান্যতা দিয়েছে এমনটাই সাংবাদিক সম্মেলনে জানান পার্থ ভৌমিক। এই প্রসঙ্গে বিজেপির দিলীপ ঘোষ বলেন, 'সুপ্রিম কোর্ট সবসময় তার যা ঠিক মনে হয়, সেই রায়টাই দেয়। কে ব্যাকফুট, কে ফ্রন্টফুট, তা নয়। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে করার জন্য যা প্রয়োজন সেটা বলবেন। নির্বাচন কমিশন যেটা করেছে, সুপ্রিম কোর্ট তাতেই সমর্থন করেছেন। এই প্রক্রিয়াটা স্বচ্ছভাবে হওয়া উচিত।'
এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, সেই প্রসঙ্গে তৃণমূলের পার্থ ভৌমিক বলেন, 'আমরা আশা করেছিলাম বাংলার সাধারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই তা, মান্যতা পাবে। মহামান্য উচ্চ আদালতকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কুর্নিশ জানাচ্ছি। বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন তা যে নায্য ছিল, আজ তাতে মান্যতা দিল মহামান্য আদালত।'
SIR-এ 'সুপ্রিম' নির্দেশ - ৩ দিনের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস, ওয়ার্ড অফিসে টাঙানো যেতে পারে তালিকা। অনুমতিসাপেক্ষে বিএলও এর মাধ্যমেও নথি জমা করা যেতে পারে। নির্বাচন কমিশনকে পর্যাপ্ত সংখ্যায় কর্মী দেবে রাজ্য। এসআইআর শুনানিতে ডাক পেলে প্রতিনিধি হিসেবে একজনকে নিয়ে যাওয়া যাবে।


















