Flight Ticket Price: বিমানের জ্বালানির দাম কমেছে অক্টোবরের শুরুতেই, বিমানভাড়া কি কমবে ?
ATF Price: অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল বা বিমানের জ্বালানির দাম অক্টোবরের (ATF Price) শুরুতেই অনেকাংশে কমে গিয়েছে। ৬ হাজার টাকা কমেছে এই বিমানের জ্বালানির (Flight Ticket Fare) দাম।
ATF Price Reduced: সামনেই পুজো আর এই পুজোর মরশুমে আপনি যদি বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট বুক করতে চান, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল বা বিমানের জ্বালানির দাম অক্টোবরের (ATF Price) শুরুতেই অনেকাংশে কমে গিয়েছে। ৬ হাজার টাকা কমেছে এই বিমানের জ্বালানির (Flight Ticket Fare) দাম। দেশের রাজধানী দিল্লিতে প্রতি কিলোলিটার জ্বালানির দাম ৫৮৮২.৭৮ টাকা কমে হয়েছে ৮৭,৫৯৭.২২ টাকা। ৬.৩০ শতাংশ দাম কমেছে জ্বালানি তেলের।
কোন শহরে কত দাম জ্বালানি তেলের
দিল্লিতে জ্বালানির দাম প্রতি কিলোলিটারে ৮৭,৫৯৭.২২ টাকা।
মুম্বইতে জ্বালানির দাম প্রতি কিলোলিটারে ৮১,৮৬৬.১৩ টাকা।
চেন্নাইতে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের দাম ৯০,৯৬৪.৪৩ টাকা।
কলকাতায় জ্বালানির দাম প্রতি কিলোলিটারে ৯০,৬১০.৮০ টাকা।
ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে দাম বদল করা হয়েছে
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনস তাদের ওয়েবসাইটে বিমানের জ্বালানির দাম পরিবর্তিত দাম আপডেট করেছে। এই ওয়েবসাইট থেকেই এখন খুব সহজে আপনি নতুন রেট সম্পর্কে জানতে পারবেন। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে জ্বালানির। আর আজ অক্টোবর মাসের প্রথম দিনেই দাম কমে গিয়েছে জ্বালানির।
সস্তা হয়েছে বিমানের জ্বালানির দাম
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনস তাদের ওয়েবসাইটে বিমানের জ্বালানির দাম পরিবর্তিত দাম আপডেট করেছে। আজ মাসের শুরুতেই এই জ্বালানির দাম কমে গিয়েছে। বিমান সংস্থাগুলির খরচের মধ্যে একটা বড় অংশ রয়েছে এই জ্বালানির উপর। জ্বালানির দাম কমে যাওয়ায় সম্ভবত বিমানের ভাড়াও কমে যাবে এবার পুজোর মরশুমে।
সেপ্টেম্বর মাসেও কমেছিল জ্বালানির দাম
প্রতি মাসের শুরুতেই দেশের সমস্ত সরকারি তেল বিপণনকারী সংস্থা তাদের সেই মাসের জন্য বিমানের জ্বালানির দাম প্রকাশ করে। এর আগে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেও বিমানের জ্বালানির দাম কমে গিয়েছিল। সেই সময় দিল্লির জ্বালানির দাম হয়েছিল ৯৩,৪৮০.২২ টাকা প্রতি কিলোলিটার এবং কিলোলিটারে ৪৪৯৫ টাকা কমেছিল দাম। পরপর দু'মাস দাম বাড়ার পর সেপ্টেম্বরেই প্রথম দাম কমতে দেখা যায় আর তারপর এই মাসেও ফের একবার দাম কমল অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।