iPhone: দেশে আইফোন প্রস্তুতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখল টাটা, কী ঘটেছে ?
iPhone Production: কয়েক মাস আগে দেশে আইফোনের সরঞ্জাম উৎপাদন ও অ্যাসেম্বলিং করার জন্য কারখানা (Tata iPhone Plant) স্থাপন করেছিলেন রতন টাটা। আইফোনের কম্পোনেন্ট তৈরি হত সেখানে।
Tata iPhone Plant: অ্যাপলের আইফোন সারা বিশ্বের মানুষের কাছে খুবই জনপ্রিয়। কিছুদিন আগেই ভারত সহ গোটা বিশ্বের নানা দেশেই বাজারে লঞ্চ হয়েছে আইফোন ১৬ সিরিজের ফোন। আর তা নিয়েই আইফোনপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে কয়েক মাস আগে দেশে আইফোনের সরঞ্জাম উৎপাদন ও অ্যাসেম্বলিং করার জন্য কারখানা (Tata iPhone Plant) স্থাপন করেছিলেন রতন টাটা। সেই কারখানায় উৎপাদিত আইফোন (iPhone) অনেক কম দামেই পাবার সুযোগ থাকত ভারতীয়দের। কিন্তু অনিবার্য কারণে অনির্দিষ্টকালের জন্য এই কারখানায় আইফোন উৎপাদন স্থগিত করল টাটা। টাটা ইলেকট্রনিক্সের কারখানাতেই তৈরি হল আইফোনের সমস্ত কম্পোনেন্টগুলি। এবার থেকে বন্ধ হল উৎপাদন, কিন্তু কেন ? কী ঘটেছে ?
ভারতে আইফোন সরবরাহে প্রভাব পড়তে পারে
তামিলনাড়ুতে অবস্থিত এই টাটার কারখানায় কিছুদিন আগেই আগুন লেগে যায় আর ভয়াবহ সেই অগ্নিকান্ডের পর থেকেই এখানে আইফোনের কম্পোনেন্ট উৎপাদন স্থগিত করেছে টাটা। এর ফলে ভারতে আইফোনের সরবরাহে ভাটা পড়তে পারে, দেখা দিতে পারে বিরূপ প্রভাব। অ্যাপল সংস্থা সম্পূর্ণভাবে তাদের আইফোন উৎপাদনের জন্য চিনের উপর নির্ভরশীল থাকতে চায় না। এই কারণে চিনের পাশাপাশি ভারতেও আইফোন উৎপাদন শুরু করে অ্যাপল। চিনের পাশাপাশি ভারতও এখন ক্রমে ক্রমে স্মার্টফোনের একটা বড় বাজারে হয়ে উঠছে।
অ্যাপলের পক্ষ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া আসেনি
এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি অ্যাপল। কিন্তু টাটা জানিয়েছে যে কেন তাদের এই কারখানায় আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এই কারখানার সুরক্ষায় সমস্ত রকম আপদকালীন নিয়মবিধি মেনে চলা হয়েছে, এই কারণে সেখানে কোনও কর্মী আহত বা নিহত হননি।
কারখানায় তৈরি হত এই জিনিসগুলি
আইফোনের ব্যাক প্যানেল, এবং আরও কিছু কিছু কম্পোনেন্ট টাটার এই কারখানায় তৈরি হত। টাটা ইলেকট্রনিক্স টাটা গ্রুপেরই একটি কোম্পানি। তাইওয়ানের ফক্সকনের মত এই সংস্থা ভারতে অ্যাপলের ফোনের সবথেকে বড় সরবরাহকারী সংস্থা। বলাই বাহুল্য যে, গত বছর পর্যন্ত ভারতেই তৈরি হয়েছে আইফোন ১৫-র প্রো মডেলগুলি। এই বছর থেকে আইফোন ১৬ সিরিজের সমস্ত ফোন ভারতেই তৈরি হওয়া শুরু হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: DA Hike: পুজোর পরেই বাড়তে পারে মহার্ঘ ভাতা, কবে সুখবর পাবেন কেন্দ্র সরকারি কর্মীরা ?