Bank Holiday: সোমবার ১৪ এপ্রিল বন্ধ থাকবে ব্যাঙ্ক ? দেখে নিন আগামী সপ্তাহে কবে কবে ছুটি রয়েছে ?
Bank Holiday 2025: সোমবার ১৪ এপ্রিল কি ব্যাঙ্ক বন্ধ থাকবে সারা দেশে ? এই বিশেষ দিনে ড. বাবাসাহেব আম্বেদকরের জন্ম-জয়ন্তী রয়েছে। ব্যাঙ্ক কি বন্ধ থাকবে ? দেখে নিন ছুটির তালিকা।

Holiday List: নতুন অর্থবর্ষ শুরু হয়েছে ১ এপ্রিল থেকে। আর তাই এই সময় থেকেই আয়করের পরিকল্পনা থেকে শুরু করে বিনিয়োগের পরিকল্পনা করতে লেগেছেন সাধারণ মানুষ। আর এই তাড়াহুড়োর মধ্যে খেয়াল রাখতে হবে ব্যাঙ্কে ছুটির (Bank Holiday) দিনের কথাটাও। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ব্যাঙ্কের ছুটির তালিকা আগে থেকেই প্রকাশ করা হয় প্রতি মাসের জন্য। এই ছুটির দিনগুলি সম্পর্কে আগে থেকে জানা থাকলে কাজের অনেক সুবিধে হয়।
এপ্রিল মাসে মোট ১৬টি দিন ছুটি রয়েছে ব্যাঙ্কে। সারা দেশেই এই দিনগুলিতে ছুটি থাকবে ব্যাঙ্কে। এই ছুটির তালিকা নির্ধারণ করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যে ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক সেখানে ধার্য করা হয়েছে আঞ্চলিক ছুটি, জাতীয় ছুটি, সাধারণ সাপ্তাহিক ছুটির দিনগুলিও। আগে থেকে এই ছুটির দিন সম্পর্কে জানা থাকলে মানুষের কাজ করতেও সুবিধে হয়। তবে এই দিনগুলিতে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। ঘরে বসেই এই ব্যাঙ্কিং পরিষেবা পেতে পারেন গ্রাহকরা। ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম কার্ড, মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ চালু থাকবে এই দিনগুলিতে।
আগামীকাল ১৪ এপ্রিল কি ব্যাঙ্ক বন্ধ থাকবে সারা দেশে ? এই বিশেষ দিনে ১৪ তারিখ সোমবার ড. বাবাসাহেব আম্বেদকরের জন্ম-জয়ন্তী রয়েছে। শুধু তাই নয়, এদিন একইসঙ্গে বিষু, বোহাগ বিহু, তামিল নববর্ষ সহ আরও অনেক উৎসব রয়েছে। আর এই সমস্ত উৎসব একইসঙ্গে এই বছর পড়েছে সোমবারে। এই কারণে বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা। ১৪ এপ্রিল তাই এই সমস্ত উৎসব উপলক্ষ্যে আগরতলা, আমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভুবেনশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গৌহাটি, হায়দরাবাদ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বই, নাগপুর, পানাজি, পাটনা, রাঁচি, শ্রীনগর, তিরুবনন্তপুরমে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
এপ্রিলে আর কবে কবে ছুটি
১৫ এপ্রিল মঙ্গলবার – এদিন বাংলা নববর্ষ, বোহাগ বিহু উপলক্ষ্যে আগরতলা, গুয়াহাটি, ইটানগর, কলকাতা, শিমলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৬ এপ্রিল বুধবার – বোহাগ বিহু উপলক্ষ্যে গুয়াহাটিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৮ এপ্রিল শুক্রবার – গুড ফ্রাইডের জন্য আগরতলা, আমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভুবেনশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গৌহাটি, হায়দরাবাদ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বই, নাগপুর, পানাজি, পাটনা, রাঁচি, শ্রীনগর, তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২০ এপ্রিল রবিবার – এদিন সারা দেশেই ব্যাঙ্ককর্মীদের সাপ্তাহিক ছুটি রয়েছে।
২১ এপ্রিল সোমবার – আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে গড়িয়া পুজো উপলক্ষ্যে।
২৬ এপ্রিল শনিবার – চতুর্থ শনিবার হওয়ার দরুণ ব্যাঙ্কের সাধারণ ছুটি রয়েছে এদিন।
২৭ এপ্রিল রবিবার - এদিন সারা দেশেই ব্যাঙ্ককর্মীদের সাপ্তাহিক ছুটি রয়েছে।
২৯ এপ্রিল মঙ্গলবার – ভগবান শ্রী পরশুরাম জয়ন্তীর কারণে এদিন সিমলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৩০ এপ্রিল বুধবার – অক্ষয় তৃতীয়া বা বাসব জয়ন্তী উপলক্ষ্যে এদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বেঙ্গালুরুতে।






















