Defence Stocks: প্রতিরক্ষা মন্ত্রকের ২০০০ কোটির অর্ডার, কালই দৌড়বে এই স্টক
Best Stocks To Buy: সব মিলিয়ে প্রায় ২ হাজার কোটি টাকার অর্ডার পেয়েছে এই শিপবিল্ডারস কোম্পানি (Mazagon Dock Shipbuilders)।
Best Stocks To Buy: আপনার কাছে এই স্টক থাকলে কালই ধামাকা দেখতে পারেন। ইতিমধ্য়েই প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) থেকে বিপুল টাকার অর্ডার পেয়েছে এই কোম্পানি। সব মিলিয়ে প্রায় ২ হাজার কোটি টাকার অর্ডার পেয়েছে এই শিপবিল্ডারস কোম্পানি (Mazagon Dock Shipbuilders)।
কী কারণে এই নতুন অর্ডার
সম্প্রতি সাবমেরিন তৈরির কাজে Air-Independent Propulsion (AIP) প্লাগ সরবরাহের জন্য় বড় অর্ডার পেয়েছে মুম্বই ভিত্তিক মাজাগন ডক শিপবিল্ডার্স। সেই ক্ষেত্রে বড় লাপ দিতে পারে এই স্টক। ইতিমধ্য়েই ভারতের শেয়ার বাজারে সুনাম অর্জান করেছে এই স্টক। এবার দ্রুত বাড়তে পারে এর গতি।
Mazagon Dock Shipbuilders: দুটি অর্ডারের খোলসা করেছে প্রতিরক্ষা মন্ত্রক
সরকার সম্প্রতি একটি বিবৃতি জারি করে জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রক দুটি চুক্তি স্বাক্ষর করেছে। ২৮৬৭ কোটি টাকার এই চুক্তির মধ্য়ে একটি পেয়েছে মজাগাঁও ডক শিপবিল্ডার্স। এদের সঙ্গে ১৯৯০ কোটি টাকার Air-Independent Propulsion (AIP) প্লাগ সরবরাহের চুক্তি হয়েছে DRDO-র। ভারতের সাবমেরিনের কাজে লাগবে এই কনট্র্য়াক্ট।
দ্বিতীয় চুক্তিতে কী রয়েছে
এছাড়াও ৮৭৭ কোটি টাকা আরও একটি চুক্তি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। এটি ফান্সের একটি নৌবাহিনীর সঙ্গে চুক্তি করা হয়েছে। কালভারি শ্রেণির ডুবোজাহাজে টরপেডো বসানোর জন্য এই ডিআরডিও এই চুক্তি করেছে। দিল্লিতে আজ ৩০ ডিসেম্বর প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহের উপস্থিতিতে হয় এই দুটি চুক্তি।
Mazagon Dock Shipbuilders: কী অবস্থা এখন মজাগাঁও শেয়ারের
আজ মাজাগন ডক শিপবিল্ডার্সের শেয়ার ১.৮৪ শতাংশ কমে ২২৬৬.২৫ টাকায় বন্ধ হয়েছে। পরিসংখ্য়ান বলছে, Mazagon Dock Shipbuilders এই বছর ৯৮.৪৬ শতাংশ লাভ দিয়েছে। এর আগে শুক্রবার কোম্পানি ২:১ অনুপাতে স্টক স্প্লিটের ঘোষণা করেছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)