DA Hike: পুজোর আগেই সরকারি কর্মীদের জন্য সুখবর, ফের বাড়তে চলেছে DA
Central Govt DA Hike: গত এপ্রিল মাসেই সরকারের তরফে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্তদের জন্য ডিআর বাড়ানো হয়েছিল। এক লাফে প্রায় চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল গতবার।
নয়া দিল্লি: পুজোর আগে সরকারি কর্মীদের (Govt Emplyoee) জন্য সুখবর। বাড়তে পারে ডিএ (DA)। এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় তথ্যে। সদ্য জুন মাসের এআইসিপিআই তথ্য প্রকাশ করা হয়েছে সরকারের তরফে। এর ভিত্তিতেই মনে করা হচ্ছে, পুজোর আগেই ফের বাড়তে পারে মহার্ঘ ভাতা।
গত এপ্রিল মাসেই সরকারের তরফে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্তদের জন্য ডিআর বাড়ানো হয়েছিল। এক লাফে প্রায় চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল গতবার। বর্তমানে সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। আগামী দিনে এই ভাতা আরও বাড়তে চলেছে?
মূল্যস্ফীতির হারের পরিপ্রেক্ষিতে ডিএ (মহার্ঘভাতা) বৃদ্ধি প্রায় ৪ শতাংশ হতে পারে। আগামী মাসের মধ্যে এ বিষয়ে একটি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। সর্বশেষ সরকারি তথ্য অনুসারে, জুন মাসের AICPI সূচক প্রকাশের পরে DA বৃদ্ধির সম্ভাবনা বেড়েছে৷ জুন মাসে এআইসিপিআই সূচকের পরিসংখ্যান কেন্দ্র প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে মে মাসে সূচক ছিল ১৩৪.৭ পয়েন্ট, সেখানে জুন মাসে পয়েন্ট বেড়ে হয়েছে ১৩৬.৪। তাহলে জুন মাসে মোট ১.৭ পয়েন্টের বৃদ্ধি হয়েছে। AICPI সূচক সাধারণত সরকারী কর্মচারীদের জন্য DA বৃদ্ধির হার নির্ধারণ করে।
উল্লেখ্য, কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীদের একাংশ লড়াই করছেন। চলছে লাগাতার অবস্থান, প্রতিবাদ-মিছিল। ইতিমধ্যেই সেই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। মামলা এখন বিচারাধীন শীর্ষআদালতে। এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মীরা ৬ শতাংশ ডিএ পাচ্ছেন। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই মাস থেকে ফের এক দফায় ডিএ বৃদ্ধি পাওয়ার কথা। সেই ডিএ নির্ভর করবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপর।
আরও পড়ুন, আবার বাড়ল এটিএম চার্জ ! এবার থেকে কত দিতে হবে আপনাকে ?
সংবাদসংস্থায় অল ইন্ডিয়া রেলওয়েম্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র জানান, “২০২৩ সালের জুনের জন্য অল ইন্ডিয়া সি.পি.আই-আই.ডব্লিউ ৩১ জুলাই, ২০২৩-এ প্রকাশিত হয়েছিল৷ আমরা মহার্ঘ ভাতার চার শতাংশ পয়েন্ট বৃদ্ধির দাবি করেছি। মহার্ঘ ভাতা বৃদ্ধি কার্যকর হয়েছে৷ তিন শতাংশ পয়েন্টের একটু বেশি চেয়েছিলাম। এইভাবে ডিএ তিন শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৪৫ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে”। পাশাপাশি তিনি জানান, অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ তার রাজস্ব প্রভাব সহ ডিএ বাড়ানোর একটি প্রস্তাব তৈরি করবে এবং অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার সামনে প্রস্তাবটি রাখবে।