Durga Puja 2025 : অসম সরকারের দুর্গাপুজোর উপহার, সেপ্টেম্বরের বেতন ঢুকবে সময়ের অনেক আগে
Himanta Biswa Sharma : এই সুবিধার তালিকায় রয়েছে পেনশনও। এমনই জানিয়েছেন অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

Himanta Biswa Sharma : সেপ্টেম্বরের বেতন ঢুকবে সময়ের অনেক আগে। দুর্গাপুজোর উপহার হিসাবে এই ঘোষণা করেছে অসম সরকার। রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রেই দেওয়া হবে এই সুবিধা। এই সুবিধার তালিকায় রয়েছে পেনশনও। এমনই জানিয়েছেন অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
কী বলেছেন অসমের মুখ্যমন্ত্রী
সোশ্যাল মিডিয়ায় অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, ''আসন্ন দুর্গাপূজার কথা মাথায় রেখে রাজ্য সরকার ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের বেতন অগ্রিম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী, নির্ধারিত তারিখ ১ অক্টোবর ২০২৫-এর পরিবর্তে আগামীকাল থেকে বেতন দেওয়া হবে। কোষাগার আগামীকাল থেকে বেতন বিল গ্রহণ শুরু করবে।
বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীরাও পাবেন সুবিধা
দুর্গাপুজো এলে প্রত্যেকটা মানুষই অপেক্ষা করে থাকেন, একটু অন্যরকমভাবে কাটাবেন বলে। আর সেই বাঙালি আবেগের কথা মাথায় রেখে, বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিশেষ পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের (Centra)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ঘোষণা করেছেন, এবার দুর্গাপুজোর আগেই বেতন পেয়ে যাবেন বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
কী পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী
সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদার পোস্ট করে লেখেন, 'দুর্গা পুজোর প্রাক্কালে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবারেই প্রদানের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে, তার জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, প্রাণের উৎসব দুর্গাপূজার আগে এই উদ্যোগ শুধু বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অর্থনৈতিক স্বস্তিই নয়, বাঙালি আবেগেরও এক অনন্য সম্মান।
কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ আবারও প্রমাণ করলো, বাঙালির সুখ-দুঃখে, আনন্দ-উৎসবে কেন্দ্রীয় সরকার আন্তরিকভাবে পাশে রয়েছে এবং বাংলার সংস্কৃতি ও অনুভূতির প্রতি গভীর শ্রদ্ধাও নিবেদন করে।' সোশ্যাল মিডিয়ায় তিনি এই সংক্রান্ত একটি নোটিস ও শেয়ার করে দিয়েছেন।






















