Central Govt. Salary: দুর্গাপুজোর আগেই বেতন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!
Central Govt. Salary News: সুকান্ত অধিকারীর পোস্ট অনুযায়ী, এই মাসে ২৬ তারিখেই বেতন পেয়ে যাবেন

কলকাতা: দুর্গাপুজো। বাঙালির সবচেয়ে বড় উৎসব। এখনও অনেক মানুষ কেনাকাটা করার জন্য গোটা বছর অপেক্ষা করে থাকেন কেবল এই সময়টার জন্য। দুর্গাপুজো এলে প্রত্যেকটা মানুষই অপেক্ষা করে থাকেন একটু অন্যরকমভাবে কাটাবেন বলে। আর সেই বাঙালি আবেগের কথা মাথায় রেখে, বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিশেষ পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের (Centra)। আজ সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ঘোষণা করেছেন, এবার দুর্গাপুজোর আগেই বেতন পেয়ে যাবেন বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
আজ সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদার পোস্ট করে লেখেন, 'দুর্গা পুজোর প্রাক্কালে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ২৬শে সেপ্টেম্বর ২০২৫, শুক্রবারেই প্রদানের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে, তার জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, প্রাণের উৎসব দুর্গাপূজার আগে এই উদ্যোগ শুধু বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অর্থনৈতিক স্বস্তিই নয়, বাঙালি আবেগেরও এক অনন্য সম্মান। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ আবারও প্রমাণ করলো, বাঙালির সুখ-দুঃখে, আনন্দ-উৎসবে কেন্দ্রীয় সরকার আন্তরিকভাবে পাশে রয়েছে এবং বাংলার সংস্কৃতি ও অনুভূতির প্রতি গভীর শ্রদ্ধাও নিবেদন করে।' সোশ্যাল মিডিয়ায় তিনি এই সংক্রান্ত একটি নোটিস ও শেয়ার করে দিয়েছেন।
দুর্গাপূজার প্রাক্কালে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ২৬শে সেপ্টেম্বর ২০২৫, শুক্রবারেই প্রদানের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে, তার জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও… pic.twitter.com/oEM3Muff65
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) September 16, 2025
প্রসঙ্গত, অনেকেই মনে করছেন, আগামী বছরই বাংলায় নির্বাচন। সেই নির্বাচনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সুকান্ত অধিকারীর পোস্ট অনুযায়ী, এই মাসে ২৬ তারিখেই বেতন পেয়ে যাবেন। সুকান্ত ভট্টাচার্য্য জানিয়েছেন, বাঙালির আবেগকে সম্মান করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলায় সমস্ত কেন্দ্রীয় সরকারী কর্মীদের এই সিদ্ধান্তের ফলে সুবিধা হবে বলেই আশা করছে কেন্দ্র।
অন্যদিকে, জিএসটি নিয়ে নয়া ঘোষণা করেছে কেন্দ্র। জিএসটি কাউন্সিলের সভায় স্ল্যাব নিয়ে বড় ঘোষণার পরে ২২ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হলে বাজারে অনেক পণ্যের দাম কমতে চলেছে। এমন পরিস্থিতিতে ইতিমধ্যেই বাজারে থাকা পণ্যগুলির জন্য সমস্যা দেখা দিয়েছে। কিন্তু এখন সরকার ৯ সেপ্টেম্বর ঘোষণা করে তাদের সমস্যার সমাধান করেছে, বলা হয়েছে যে সংস্থাগুলি এখন তাদের পুরনো অবশিষ্ট পণ্যের উপরে নতুন মূল্য বসাতে পারবে।






















