Elon Musk: AI শিক্ষক খুঁজছেন এলন মাস্ক, ঘণ্টায় ৫০০০ টাকা মিলবে বেতন
AI Tutor: এই সংস্থায় কাজে যোগ দিলে এআই শিক্ষক হিসেবে আপনি ঘণ্টা পিছু ৫ হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। এই কাজ হবে সম্পূর্ণ রিমোট বেসড এবং পূর্ণকালীন সময়ের জন্য।
Tech News: এলন মাস্ক বিশ্বের মধ্যে বর্তমানে সবথেকে ধনী ব্যক্তি। এক্স হ্যান্ডল, টেসলা, স্পেস এক্সের মত বড় বড় সংস্থার মালিক তিনি। এলন মাস্কের সংস্থায় কাজ করতে আপনি আগ্রহী ? তাহলে আপনার জন্য রয়েছে বড় সুযোগ। পাবেন দুর্দান্ত (Job News) বেতনও। সম্প্রতি এলন মাস্ক (Elon Musk) নিজের xAI হ্যান্ডলের জন্য AI টিউটর নিয়োগ করতে শুরু করেছেন। এআই টিউটরদের জন্য তিনি ঘণ্টায় ৫ হাজার টাকা পর্যন্ত বেতন দেবেন বলে জানা গিয়েছে। শূন্যপদ কত জানেন ?
এলন মাস্কের সংস্থায় চাকরির সুযোগ
একটি সংস্থার জন্য এলন মাস্কের এআই শিক্ষক প্রয়োজন হয়ে পড়েছে। মূলত তাঁর সংস্থা xAI-এর জন্যই এই টিউটর নিয়োগ করা হবে। সংবাদসূত্রে জানা গিয়েছে এলন মাস্কের সংস্থায় কর্মরত এআই টিউটররা প্রতি ঘণ্টায় ভারতীয় মুদ্রায় ৫ হাজার টাকা উপার্জন করতে পারেন। গত সপ্তাহেই এলন মাস্কের সংস্থা xAI এই বিষয়ে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞাপনেই জানানো হয়েছে এই ধরনের এআই শিক্ষকদের কাজ হবে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য উচ্চ মানের ডেটা প্রস্তুত করা, যাতে ল্যাঙ্গোয়েজ প্রসেসিং অ্যালগোরিদম শেখানো হবে।
এই চাকরির জন্য প্রার্থীদের নিম্নলিখিত ভাষাগুলির মধ্য থেকে ন্যূনতম দুটি ভাষা জানতেই হবে। ভাষাগুলি হল কোরিয়ান, ভিয়েতনামি, চাইনিজ, জার্মান, রাশিয়ান, ইতালিয়ান, ফ্রেঞ্চ, আরবি, ইন্দোনেশিয়ান, তুর্কি, হিন্দি, ফার্সি, স্পেনীয় ও পর্তুগিজ।
প্রতি ঘণ্টায় মিলবে ৫ হাজার টাকা বেতন
এই সংস্থায় কাজে যোগ দিলে এআই শিক্ষক হিসেবে আপনি ঘণ্টা পিছু ৫ হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। এই কাজ হবে সম্পূর্ণ রিমোট বেসড এবং পূর্ণকালীন সময়ের জন্য। এলন মাস্কের লক্ষ্য হল খুব দ্রুত xAI-এর বিকাশ সাধন এবং মহাবিশ্ব সম্পর্কে এর বোধশক্তির উন্নয়ন ঘটানো। এর জন্য তিনি সমাজমাধ্যম এক্স-এ তাঁর জেনারেটিভ এআই প্রোগ্রাম চালু করেছেন। এক্ষেত্রে পাবলিক টুইট পোস্টগুলি ডেটা প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হবে।
তবে এলন মাস্কই প্রথম সংস্থা নয় যারা ইংরেজি ছাড়া অন্যান্য ভাষার জন্য ডেটা অ্যানোটেটর নিয়োগ করছে। এর আগে স্কেল এআই বাংলা ও উর্দু ভাষার জন্য ৬০টিরও বেশি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। এই ভাষাগুলিতে ইন্টারনেটে কম লিখিত উপাদান রয়েছে।
আরও পড়ুন: Hyundai IPO GMP: লিস্টিংয়ের আগেই খারাপ খবর হুন্ডাই আইপিওতে ? সর্বনিম্ন জিএমপি শূন্য, কী করবেন ?