West Bengal News Live Updates: ভারতের সঙ্গে হওয়া একাধিক চুক্তি বাতিলের দাবি বাংলাদেশের অধ্য়াপক ও অর্থনীতিবিদ আনু মহম্মদের
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE

Background
Bangladesh News: ভারতের সঙ্গে হওয়া একাধিক চুক্তি বাতিলের দাবি বাংলাদেশের অধ্য়াপক ও অর্থনীতিবিদ আনু মহম্মদের
ভারতের সঙ্গে হওয়া একাধিক চুক্তি বাতিলের দাবি তুলছেন বাংলাদেশের কট্টরপন্থীরা। এবার সেই হুঁশিয়ারির সুরই শোনা গেল বাংলাদেশের অধ্য়াপক ও অর্থনীতিবিদ আনু মহম্মদের গলাতেও। বাংলাদেশ যখন চুক্তি বাতিলের কথা বলছে, তখন অনেকেই মনে করিয়ে দিচ্ছেন ১৯৯৬ সালে ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গা চুক্তির কথা।
Ashoknagar News: একদিকে নেত্রী টাকা চাইছেন, অন্যদিকে নেতা বারণ করছেন, অশোকনগরে
একদিকে নেত্রী টাকা চাইছেন, অন্যদিকে নেতা বারণ করছেন। বাংলার বাড়ির টাকা ঢুকলে কেউ ভাগ চাইলে দেবেন না। সরাসরি ‘দিদিকে বলো’তে ফোন করবেন। তারপর যদি কেউ হুমকি দেয়, থানায় যাবেন। কোথা থেকে ইট-বালি-পাথর-সিমেন্ট নেবেন নিজেরা ঠিক করবেন। কারও মাতব্বরি মানবেন না। এবার কাটমানি ও সিন্ডিকেটরাজ নিয়ে সরব হলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। বাংলার বাড়ি প্রাপকদের নিয়ে গতকাল গুমায় এক সভায় এই মন্তব্য করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি। সভায় উপস্থিত ছিলেন হাবড়া ২ নম্বর ব্লকের BDO থেকে শুরু করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্যরা।
Kolkata News: ৮ দিন ধরে নিখোঁজ বিধাননগরের 'তোলাবাজ' তৃণমূল কাউন্সিলর, তাঁকে পাশে নিয়ে আক্রান্ত প্রোমোটারকে নিশানা সব্যসাচী দত্তর
৮ দিন ধরে নিখোঁজ বিধাননগরের 'তোলাবাজ' তৃণমূল কাউন্সিলর। প্রোমোটার পিটিয়ে ৮ দিন ধরে গা ঢাকা দিয়ে রয়েছেন বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। এবার অভিযুক্ত কাউন্সিলরের কার্যত পাশে দাঁড়িয়ে আক্রান্ত প্রোমোটারকে নিশানা সব্যসাচী দত্তর। তিনি বললেন, 'অভিযোগকারী একতরফা ভাবে বলছেন, অভিযুক্তর বক্তব্য এখনও আমরা পাইনি। প্রোমোটার কেন টাকা দিয়েছেন? টাকা দিয়ে থাকলে বেআইনি কাজ করেছেন। 'যে চুরি করে, আর যে চোরকে সাহায্য করে, উভয়ই দোষী।'
Canning News: জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ক্যানিং থেকে গ্রেফতার ১
জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ক্যানিং থেকে গ্রেফতার ১। জম্মু কাশ্মীর পুলিশ ক্যানিংয়ে এসে গ্রেফতার করল। ধৃতের নাম জাভেদ মুন্সি।
ক্যানিং হাসপাতালের সামনে থেকে ধৃত জাভেদ মুন্সি শ্রীনগরের বাসিন্দা। ধৃত তেহরিক-ই-মুজাহিদিনের সদস্য বলে অনুমান। কলকাতা পুলিশ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ উদ্যোগে গ্রেফতার। আজ আলিপুর আদালতে পেশ করা হবে ধৃতকে।
Firhad Hakim: জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম
এপার বাংলায় ঘাঁটি গাড়ছে বাংলাদেশের ভারত-বিরোধী জঙ্গিরা। জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
বললেন, 'সঠিক দায়িত্ব পালন করুক স্বরাষ্ট্রমন্ত্রক। সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফের। রাজনীতি করার জন্য সীমান্ত খুলে দিয়ে বাংলাকে দোষারোপ নয়।' শুধু জঙ্গি কেন, কোনও অনুপ্রবেশ যেন না হয়, কেন্দ্রকে নিশানা করে মন্তব্য ফিরহাদের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
