New Rules From 1st April: এপ্রিল থেকে বদলে যাবে এই ১০ আর্থিক নিয়ম, টান পড়বে পকেটে
Financial Rules: হাতে মাত্র আর কয়েকটা দিন। ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন আর্থিক বছর। মাসের প্রথম দিন থেকেই বড় পরিবর্তন ঘটতে চলেছে বেশ কয়েকটি আর্থিক নিয়মে।
Financial Rules: হাতে মাত্র আর কয়েকটা দিন। ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন আর্থিক বছর। মাসের প্রথম দিন থেকেই বড় পরিবর্তন ঘটতে চলেছে বেশ কয়েকটি আর্থিক নিয়মে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে।
1. প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) 31 মার্চ, 2023 এর মধ্যে PAN ও Aadhaar লিঙ্ক করার সময়সীমা নির্ধারণ করেছে৷ আপনি যদি এই সময়সীমার মধ্যে দুটি কার্ড লিঙ্ক না করেন, তাহলে PAN নিষ্ক্রিয় করা হবে৷ এর পরে, এটিকে আবার সক্রিয় করতে আধারের সঙ্গে লিঙ্ক করতে আপনাকে 10,000 টাকা জরিমানা দিতে হবে।
2. দামি হবে অনেক কোম্পানির গাড়ি
ভারত স্টেজ-২ বাস্তবায়নের ফলে অটোমোবাইল কোম্পানিগুলোর খরচ বাড়তে চলেছে। যার ফলে টাটা মোটরস, মারুতি সুজুকি, মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ, টয়োটা ও অডি-র মতো বহু সংস্থার গাড়ির দাম বাড়তে চলেছে। সব কোম্পানি 1 এপ্রিল, 2023 থেকে তাদের নতুন রেট কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে৷ বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন কোম্পানির গাড়ির দাম 50,000 টাকা পর্যন্ত বাড়তে পারে৷
3. ৬ ডিজিটের হলমার্ক ছাড়া সোনা বিক্রি করা যাবে না
1 এপ্রিল, 2023 থেকে ভারতে সোনা বিক্রির নিয়মে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে৷ 1 এপ্রিল থেকে গয়না বিক্রেতারা কেবল 6 সংখ্যার HUID নম্বর রেজিস্টার রয়েছে সেই গয়না বিক্রি করতে পারবেন। গ্রাহকদের স্বার্থ রক্ষার্থে 18 জানুয়ারি 2023-এ এই সিদ্ধান্ত নিয়েছে উপভোক্তা বিভাগ। আগে HUID ঐচ্ছিক ছিল। গ্রাহকরা হলমার্ক চিহ্ন ছাড়াই পুরনো গহনা বিক্রি করতে পারবেন।
4. বেশি প্রিমিয়াম সহ বিমা পলিসিতে কর দিতে হবে
আপনি যদি 5 লক্ষ টাকার বেশি বার্ষিক প্রিমিয়াম পলিসি কিনতে চান, তাহলে এই খবরটি আপনাকে চমকে দিতে পারে। সরকার 2023 সালের বাজেটে ঘোষণা করেছে, 1 এপ্রিল, 2023 থেকে বছরে 5 লক্ষ টাকার বেশি প্রিমিয়াম সহ বিমা প্রকল্প থেকে আয়ের উপর কর দিতে হবে। কিন্তু লক্ষণীয় বিষয় হল ইউলিপ প্ল্যান এতে অন্তর্ভুক্ত করা হয়নি।
5. ডিম্যাট অ্যাকাউন্টে নমিনি আবশ্যক
আপনি যদি শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে এই খবর আপনার জন্য। ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারদের 1 এপ্রিল, 2023-এর আগে নমিনি জমা দিতে হবে। যা করতে ব্যর্থ হলে অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে। SEBI-র সার্কুলার অনুসারে, নমিনিকে ডিম্যাট ও ট্রেডিং অ্যাকাউন্টে যুক্ত করা প্রয়োজন। এটি না করার ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হবে।
6. মিউচুয়াল ফান্ডে নমিনি প্রয়োজনীয়
বাজার নিয়ন্ত্রক SEBI (SEBI) সব মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের 31 শে মার্চের আগে তাদের নমিনির কাজ শেষ করার নির্দেশ দিয়েছে৷ তা করতে ব্যর্থ হলে 1 এপ্রিল 2023 থেকে বিনিয়োগকারীদের পোর্টফোলিও ফ্রিজ করা হবে৷ এর পর বিস্তারিত বিবরণ জমা দিলেই তা পুনরায় চালু করা হবে।
7. দিব্যাঙ্গদের জন্য UDID বাধ্যতামূলক হবে
দিব্যাঙ্গ বা বিশেষভাবে সক্ষমদের জন্য সরকারি প্রকল্পের সুবিধা নিতে এখন ১ এপ্রিল থেকে ইউনিক আইডেন্টিফিকেশন কার্ড (UDID) নম্বর বাধ্যতামূলক হয়ে গেছে। সরকার সাফ জানিয়ে দিয়েছে, যাদের ইউডিআইডি নেই, তাদের ইউডিআইডি এনরোলমেন্ট নম্বর সম্পর্কে তথ্য দিতে হবে। এর পরেই তিনি 17টি সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
8. এত দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে
এপ্রিল মাসে ব্যাঙ্কগুলোতে ছুটি থাকে। এই মাসে বিভিন্ন উত্সব ও বার্ষিকীর কারণে সারা দেশে বিভিন্ন রাজ্যে মোট 15 দিনের জন্য ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এর মধ্যে অম্বেদকর জয়ন্তী, মহাবীর জয়ন্তী, ঈদ-উল-ফিতরের মতো দিনের ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।
9. NSE-তে লেনদেন ফি ৬ শতাংশ ফি বন্ধ করা হবে
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এর আগে নগদ ইক্যুইটি ও ফিউচার ও অপশন সেগমেন্টে যেকোনও ধরনের লেনদেনের জন্য 6 শতাংশ ফি চার্জ করেছিল, যা এখন 1 এপ্রিল থেকে প্রত্যাহার করা হবে। এর আগে 2021 সালের জানুয়ারিতে এই ফি শুরু হয়েছিল।
10. এলপিজি ও সিএনজির দামে পরিবর্তন হতে পারে
প্রতি মাসের প্রথম তারিখে সরকারি তেল কোম্পানিগুলো গ্যাস ও সিএনজির দাম পরিবর্তন করে। এমতাবস্থায় দেখতে হবে বাণিজ্যিক ও গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামে স্বস্তি আছে কি না, বাড়ল।
আরও পড়ুন : Special Fixed Deposit: ৩১ মার্চ বিনিয়োগের শেষ সুযোগ ? এই বিশেষ FD-গুলিতে পাবেন আরও সুদ