Flipkart Lay Off: ছাঁটাইয়ের পথে হাঁটছে ফ্লিপকার্ট ? চাকরি যেতে পারে ১৫০০ কর্মীর
Flipkart: সূত্রের খবর, আগামী মার্চ-এপ্রিল মাসেই কর্মী ছাঁটাই করবে ফ্লিপকার্ট (Flipkart)। চাকরি যেতে পারে প্রায় ১৫০০ কর্মীর। গত বছরও কর্মী ছাঁটাই করেছিল ফ্লিপকার্ট। বছরের শুরুতেই কেন ফের এই সিদ্ধান্ত ?
Flipkart News: বছর শুরু হতেই দুঃসংবাদ! ৫-৭ শতাংশ কর্মী নাকি ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে ফ্লিপকার্ট (Flipkart)। চাকরি যেতে পারে ১৫০০ কর্মীর। আর এই খবর পাওয়া মাত্র শোরগোল নেটপাড়ায়। কর্মীদের মনেও জমেছে আশঙ্কার মেঘ। ওয়ালমার্ট ফ্লিপকার্টকে কিনে নেওয়ার পর থেকেই ক্ষতির মুখ দেখেছে এই সংস্থা আর ক্ষতিপূরণ হিসেবে সহজ রাস্তায় কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে সংস্থা। ২০১৮ সালের মত এই বছর ২০২৪ সালে ফের একবার কর্মী ছাঁটাই হতে চলেছে ফ্লিপকার্টে।
কর্মী ছাঁটাই নিয়ে কী জানা গিয়েছে?
সূত্রের খবর, আগামী মার্চ-এপ্রিল মাসেই কর্মী ছাঁটাই করবে ফ্লিপকার্ট (Flipkart)। এও জানা গিয়েছে যে সংস্থা তাদের মুনাফা বাড়ানোর জন্য নিজেদের কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কিছু পুনর্গঠন করতে পারে। তবে সংস্থার তরফে এমনটা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এর আগেও কর্মীদের বার্ষিক পারফরম্যান্সের ভিত্তিতে কর্মী ছাঁটাই হয়েছে ফ্লিপকার্টে। ওয়ালমার্ট অধিকৃত এই কোম্পানিতে বর্তমানে কাজ করেন প্রায় ২২ হাজার কর্মী।
আগেও ছাঁটাই করেছে ফ্লিপকার্ট
জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) গত বছর ফেব্রুয়ারি মাসেই জানিয়েছিল তারা তাদের কর্মীদের ৭০ শতাংশের বেতন বৃদ্ধি করবে। অর্থাৎ পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৫০০০ কর্মীর বেতন বৃদ্ধি হয়নি ২০২৩ সালে। যেসমস্ত কর্মীরা গ্রেড ১০- এ রয়েছেন বা তার থেকে উচ্চস্তরে রয়েছেন তাঁদের ইমেলের মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছিল ফ্লিপকার্ট কর্তৃপক্ষ। স্পষ্ট ভাবে জানানো হয়েছিল যে গ্রেড ১০ বা তার থেকে উচ্চস্তরে থাকা কর্মীদের বেতন বৃদ্ধি হবে না ২০২৩ সালে। তবে কর্মীদের বোনাস এবং employee stock দেওয়া হয় গত বছর।
পেটিএমে ছাঁটাই
এর আগে জানা গিয়েছিল, এআই প্রযুক্তির সাহায্যেই ফিনটেক সংস্থার ব্যবসাকে বাড়াতে চাইছে পেটিএম। (Paytm) আর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ একইসঙ্গে যেমন খরচ কমাতে সাহায্য করবে, তেমনই অপারেটিংয়ের ক্ষেত্রে দক্ষতাও বাড়বে। লোকবল বাড়ানোর তুলনায় এই কাজ অনেক সহজেই করা যাবে বলে মত সংস্থার। তাঁদের তরফ থেকে জানানো হয়েছে এআই প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে কর্মীদের খরচ খাতে প্রায় ১০ শতাংশ খরচ কমিয়ে ফেলতে পারবে পেটিএম। আর তার ফলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে বলেই জানানো হয়েছে।
গুগলে কর্মী ছাঁটাই
অন্যদিকে গত বছরের শেষ দিকেই জানা গিয়েছিল গুগলও (Google) একইভাবে কৃত্রিম বুদ্ধিমতার উপর জোর দেওয়ার কারণে বেশ কিছু কর্মীর চাকরি যেতে পারে। অ্যাড সেলস ইউনিটে কর্মীদের সরিয়ে কাস্টমার সেলস ইউনিটে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছিল গুগল কর্তৃপক্ষ।