এক্সপ্লোর
NPS: ৪০ পেরিয়ে গিয়েছে বয়স ? পেনশন পাওয়ার সুযোগ রয়েছে এই প্রকল্পে
National Pension System: এই প্রকল্পে আছে সুযোগ। এই প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে ৪০ বছর পেরোলেও তার পর থেকে সঞ্চয় শুরু করা যায় এবং ৬০ বছরের পর থেকে পাওয়া যায় পেনশন।

এই পেনশন স্কিমে ৪০ বছরের পরেও করা যাবে আবেদন
1/8

কর্মজীবনে সকলকেই নিজেদের অবসরের কথা চিন্তা করতে হয়। অবসরের কথা চিন্তা করে অনেকেই আগে থেকে সঞ্চয় করেন
2/8

আবার কেউ কেউ অনেকটাই দেরি করে ফেলেন। বয়স চল্লিশের কোঠা পেরিয়ে গিয়েছে ? এখন কীভাবে অবসরের জন্য সঞ্চয় করবেন ভাবছেন ?
3/8

এই প্রকল্পে আছে সুযোগ। এই প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে ৪০ বছর পেরোলেও তার পর থেকে সঞ্চয় শুরু করা যায় এবং ৬০ বছরের পর থেকে পাওয়া যায় পেনশন।
4/8

এই স্কিমে যদি কেউ ৫ লক্ষ টাকা পর্যন্ত জমান, তাহলে অবসরের পরে অর্থাৎ ৬০ পেরোলে পুরো টাকাটাউ কর-মুক্ত ভাবে তুলে নিতে পারবেন।
5/8

এর থেকে বেশি টাকা জমালে মোট জমানো টাকার ৬০ শতাংশ পর্যন্ত তুললে কোনো কর দিতে হবে না।
6/8

তবে এতে যে অ্যানুইটি ধার্য করা হবে, তার উপর কর প্রযোজ্য হবে। কিন্তু সেই কর গ্রাহকের ট্যাক্স ব্র্যাকেট অনুসারে ধার্য করা হবে।
7/8

এই পেনশন স্কিমে টাকা রাখলে বার্ষিক ৯ থেকে ১২ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া যায়। যদি ফান্ডের পারফরম্যান্স পছন্দ না হয়, তাহলে আপনি নিজেও অন্য ফান্ড ম্যানেজারের কাছে আমানত স্থানান্তরের সুবিধে পাবেন।
8/8

মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
Published at : 13 Dec 2024 07:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
