এক্সপ্লোর
Bima Sakhi Yojana: এই স্কিমে মহিলারা পাবেন ২১ হাজার টাকা, কী যোগ্যতা লাগবে জানেন ?
Bima Sakhi: মহিলাদের ক্ষমতায়ন (Woman Empowerment) এবং আর্থিকভাবে শক্তিশালী করতেই এই উদ্য়োগ নেওয়া হয়েছে। এই প্রকল্পে যোগদানকারী মহিলারা বিমা সখী নামে পরিচিত হবেন।

এই যোজনায় ২১০০ টাকা পাবেন মহিলারা।
1/8

বিমা সখী যোজনা হল জীবন বিমা কর্পোরেশন অর্থাৎ মহিলাদের জন্য এলআইসির শুরু করা একটি বিশেষ প্রকল্প। 18 থেকে 70 বছর বয়সী মহিলারা এই স্কিমে সুবিধা পাবেন।
2/8

দশম শ্রেণি পাস করা মহিলাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। প্রথমে এই স্কিমে এই মহিলাদের 3 বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময় তাদের বিমা সম্পর্কে শেখানো হবে।
3/8

প্রশিক্ষণ চলাকালীন মহিলাদের ইনসেনটিভও দেওয়া হবে। প্রশিক্ষণের পরে, তারা এলআইসি এজেন্ট হিসাবে নিয়োগও পেতে পারে। একই সঙ্গে বিএ পাস করা মহিলারাও ডেভেলমপমেন্ট অফিসার হওয়ার সুযোগ পেতে পারেন।
4/8

প্রশিক্ষণের প্রথম বছরে 7000 টাকা, দ্বিতীয় বছরে 6000 টাকা এবং তৃতীয় বছরে 5000 টাকা দেওয়া হবে।
5/8

এ ছাড়া তাদের আলাদাভাবে বোনাস ও কমিশন দেওয়া হবে। পরের বছর বিক্রি হওয়া পলিসির 65% কার্যকর হলেই মহিলারা এটি পাবেন।
6/8

১ বিমা সখী যোজনার জন্য আবেদন করতে মহিলাদের LIC-এর অফিসিয়াল ওয়েবসাইট https://licindia.in/test2 দেখতে হবে। ২ এর পর নীচে দেখানো 'Click here for Bima Sakhi'-এ ক্লিক করুন।
7/8

৩ তারপরে একটি নতুন পৃষ্ঠা খুলবে যেখানে আপনাকে আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং ঠিকানার মতো বিবরণ পূরণ করতে হবে।
8/8

৪ আপনি যদি কোনো এলআইসি এজেন্ট/ডেভেলপমেন্ট অফিসার/কর্মচারী/মেডিক্যাল এক্সামিনারের সঙ্গে যুক্ত হন, তাও বিবরণে লিখুন। এর পরে ক্যাপচা কোড লিখুন এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সাবমিট এ ক্লিক করুন।
Published at : 13 Dec 2024 09:44 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
