Gas Connection Transfer : কারও মৃত্যুর পর গ্যাস কানেকশনের নাম ট্রান্সফার করবেন কীভাবে ? জেনে নিন এই নিয়ম
LPG Cylinder : সেই ক্ষেত্রে গ্যাস কানেকশন (Gas Connection Transfer) যার নামে নেওয়া রয়েছে, এরকম কেউ মারা গেলে অবশ্যই করতে হয় নাম ট্রান্সফার । জেনে নিন, কীভাবে এই কাজ করতে হয়।

LPG Cylinder : আমাদের যেকোনও পরিবারেই ঘটতে পারে এরকম ঘটনা। সেই ক্ষেত্রে গ্যাস কানেকশন (Gas Connection Transfer) যার নামে নেওয়া রয়েছে, এরকম কেউ মারা গেলে অবশ্যই করতে হয় নাম ট্রান্সফার । জেনে নিন, কীভাবে এই কাজ করতে হয়।
কীভাবে গ্যাস সিলিন্ডারের মালিকানা ট্রান্সফার করা হয়
মনে রাখবেন, গ্যাস কানেকশন যার নামে রয়েছে, এরকম কেউ মারা গেলে, কানেকশন হস্তান্তরের জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুসরণ করতে হবে।
১ প্রথমে কাছের গ্যাস এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন।
২ সেখানে একটি আবেদন জমা দিতে হবে, যাতে মালিকানা হস্তান্তরের রিকোয়েস্ট দেওয়া হয়।
৩ এর সঙ্গে আপনাকে পুরনো মালিক ও নতুন মালিকের পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ ও সম্পর্ক প্রমাণকারী যেকোনো নথি অ্যাড করতে হবে।
৪ নথিপত্র যাচাই করার পর সংস্থা সংযোগটি নতুন নামে স্থানান্তর করে।
৫ এরপরই প্রক্রিয়াটি কয়েক দিনের মধ্যে সম্পন্ন হয়।
এর জন্য আপনাকে কি কোনও চার্জ দিতে হবে ?
সাধারণত গ্যাস সংযোগ স্থানান্তরের জন্য কোনও অতিরিক্ত চার্জ নেওয়া হয় না। আপনাকে জানিয়ে রাখি যে নিয়ম অনুসারে, যদি নতুন মালিক পরিবারের সদস্য হন, তাহলে কোনও চার্জ দিতে হবে না। সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সঠিক থাকতে হবে। সংস্থাটি কেবল নথিপত্র পরীক্ষা করে এবং প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরে, রেকর্ডে নতুন নাম আপডেট করে।
কী কী ক্ষেত্রে চার্জ লাগতে পারে
তবে, কিছু ক্ষেত্রে যেখানে পুরনো কানেকশন সম্পর্কিত সুরক্ষা আমানত স্থানান্তর করতে হয় বা নতুন সিলিন্ডার এবং রেগুলেটর কিনতে হয়, সেখানে কিছু চার্জ দিতে হতে পারে। তবে এজেন্সিকে এর জন্য একটি রসিদ দিতে হবে। স্থানান্তরের আগে আপনার গ্যাস সংস্থাকে জিজ্ঞাসা করা এবং কোনও চার্জ নেওয়া হবে কিনা তা নিশ্চিত করা ভাল।
অনেক ক্ষেত্রে গ্যাসের কানেকশনের ট্রান্সফার চিন্তার বিষয় হতে পারে। সেই কারণে ওপরের নিয়ম মেনে চললে আপনারই সুবিধা হবে।























