Gensol Engineering Stock: ৯৫ শতাংশ ধস এই স্টকে, ৪ হাজার কোটির লোকসান বিনিয়োগকারীদের-টাকা ডুবিয়েছে এই সংস্থা
Gensol Engineering Stock Crash: গতকাল বুধবার ন্যাশনাল স্টকে এক্সচেঞ্জে জেনসোল ইঞ্জিনিয়ারিং স্টকের দাম আরও ২ শতাংশ পড়ে ৫১.৪২ টাকায় এসে বন্ধ হয়।

Stock Market: এই স্টকের দাম ৯৫ শতাংশ পড়ে গিয়েছে। শেয়ার বাজারের ইতিহাসের সম্ভবত সবথেকে বড় পতন। এক ধাক্কায় ৪ হাজার কোটি উধাও হয়েছে স্টকে। পথে বসার জোগাড় বিনিয়োগকারীদের। জালিয়াতির দায়ে সেবির তদন্ত শুরু হয়েছিল এই সংস্থাকে ঘিরে, জাগ্গি ভাইদের ঋণখেলাপি হয়ে জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসতেই জেনসোল ইঞ্জিনিয়ারিংয়ের স্টকের দাম পড়তে শুরু করে। এরই মধ্যে সংস্থার এমডি এবং চিফ ফিনান্সিয়াল অফিসার পদত্যাগ করেছেন। তারপর থেকেই ৯৫ শতাংশ পড়ে গিয়েছে এই সংস্থার স্টকের দাম।
গতকাল বুধবার ন্যাশনাল স্টকে এক্সচেঞ্জে জেনসোল ইঞ্জিনিয়ারিং স্টকের দাম আরও ২ শতাংশ পড়ে ৫১.৪২ টাকায় এসে বন্ধ হয়। এই স্টকের সর্বোচ্চ স্তর থেকে ইতিমধ্যেই জেনসোল ইঞ্জিনিয়ারিংয়ের স্টকে ৯৫.৪২ শতাংশের পতন এসেছে।
এপ্রিল মাসে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি জেনসোল ইঞ্জিনিয়ারিং সংস্থার মালিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে। আনমোল সিং জাগগি এবং তাঁর ভাই পুনীত সিং জাগ্গির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়। বাজার থেকে তাদের নিষিদ্ধ করা হয় এবং সংস্থার কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খর্ব করা হয়। সেবির তদন্তে জানা যায় যে ঋণকৃত বৈদ্যুতিন যানবাহন ক্রয় প্রকল্পের মাধ্যমে এই সংস্থা ফান্ড স্থানান্তর করেছে অন্যত্র। বৈদ্যুতিন যানবাহন কেনার নাম যে ঋণ আদায় করেছিল এই সংস্থা, মালিকরা সেই টাকা অন্যত্র স্থানান্তর করেছিল। এমনকী জানা গিয়েছে সেই টাকা দিয়ে গুরুগ্রামের ডিএলএফের ক্যামেলিয়া প্রজেক্টে অ্যাপার্টমেন্ট কিনেছিলেন জাগ্গিরা। বিভিন্ন সংস্থার মাধ্যমে সেই টাকা অনৈতিকভাবে স্থানান্তর করা হয়েছিল।
এমনকী তদন্তে উঠে আসে জেনসোল ইঞ্জিনিয়ারিং সংস্থার মালিক আনমোল সিং জাগ্গি সংস্থার ফান্ডের টাকা নিজের পরিবারকে পাঠিয়েছিলেন। ৬.২ কোটি টাকা তিনি তাঁর মাকে পাঠান, ২.৯৮ কোটি টাকা পাঠান তাঁর স্ত্রীকে। সংস্থার টাকা দিয়েই বিলাসবহুল পণ্য কিনেছিলেন জাগ্গি। ২৬ লাখ টাকার গলফ সেট, ১৭ লাখ টাকার টাইটানের ঘড়ি, ১০ লাখ টাকার স্পা সেশন ছিল তাঁর খরচের খাতার শীর্ষে।
গত মাসে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল আমেদাবাদে সংস্থার এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য প্রতিষ্ঠানগুলির সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে নেয়। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ারস-এর একটি অভিযোগের চিঠির ভিত্তিতে সংস্থার নামে জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















