Gold Rate: ৮১ হাজারে পৌঁছবে সোনা ! পাল্লা দিয়ে বাড়ছে দাম
Gold Price Hike: ধারণা করা যাচ্ছে এখন আর সেভাবে দাম কমবে না সোনার। অনুমান যে খুব শীঘ্রই এই সোনার দাম ৮১ হাজার ছুঁয়ে ফেলবে। শুধু তাই নয়, সোনার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও।
Gold Silver Price: ভারতীয়দের মধ্যে সোনা-রুপো কেনার বেশ চল রয়েছে একথা নতুন করে বলার কিছু নেই। বিগত কয়েক মাসে পাল্লা দিয়ে বেড়েছে সোনার দাম। গতকাল বুধবার দেশীয় বাজারে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭৩,২০০ টাকা। এই বছরের শুরু থেকেই সোনার দাম (Gold Price Hike) ১৪ শতাংশ বেড়েছে আজ পর্যন্ত এবং অন্যদিকে ২৭ শতাংশ দাম বেড়েছে রুপোর।
ফলে ধারণা করা যাচ্ছে এখন আর সেভাবে দাম (Gold Price Hike) কমবে না সোনার। অনুমান যে খুব শীঘ্রই এই সোনার দাম ৮১ হাজার ছুঁয়ে ফেলবে। অর্থাৎ ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়াবে ৮১ হাজার টাকা। শুধু তাই নয়, সোনার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। গতকাল বুধবার প্রথম রুপোর দাম ছিল ৯৭,১০০ টাকা প্রতি কেজিতে। এটাই রুপোর এতদিনকার রেকর্ড দাম বলা চলে। ফলে আর কিছুদিনের মধ্যেই রুপোর দামও ১ লক্ষ টাকা কেজিতে চলে যেতে পারে বলেই মনে করা হচ্ছে।
সোনার দাম কমার আশা নেই
মোতিলাল অসওয়াল ব্রোকারেজ ফার্ম জানিয়েছে যে ঘরোয়া বাজারে সোনার (Gold Price Hike) চাহিদা বেশ তুঙ্গে এখন। ফলে এখন সোনার দাম কিছুতেই আর কমবে না। খুব শীঘ্রই এই দাম ৮১ হাজারের গন্ডি ছুঁয়ে ফেলবে। এই ব্রোকারেজ ফার্ম সোনায় বিনিয়োগকারীদের খানিক সময় অপেক্ষা করতে বলেছেন যতক্ষণ না দামে পতন লক্ষ্য করা যায়। তবে ফার্ম জানিয়েছে যে ৬৯০০০-এর ঘরে এসে স্থিতিশীল হতে পারে সোনার দাম। কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ২২৫০ ডলারে এসে থামতে পারে, এখন ট্রেন্ড চলছে ২৬৫০ ডলার পর্যন্ত উঠতে পারে দাম।
তৃতীয় দিনে ফের বাড়ল রুপোর দাম
HDFC সিকিউরিটিজ ব্রোকারেজ ফার্মের মত অনুসারে, বুধবার এই রুপোর দাম (Gold Price Hike) কেজিতে ১১৫০ টাকা বেড়ে যায়। এমনকী ৯৭,১০০ টাকার সর্বোচ্চ সীমায় চলে আসে রুপোর দাম। মঙ্গলবার দেশীয় বাজারে রুপোর দাম ছিল ৯৫,৪৫০ টাকা প্রতি কেজিতে। এমসিএক্সেও এই রুপোর দাম ৯৬,৪৯৩ টাকায় ছুঁয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Nifty 50: ২৬,০০০ পেরোবে নিফটি, এখন বিনিয়োগ করুন এইভাবে