Gold Rate Today: ভোটের ফল বেরোতেই দাম কমল সোনার ! স্বস্তি গ্রাহকদের- কত চলছে আজকের দাম ?
Gold Silver Price: আজ বুধবার দাম কত হল সোনার (Gold Rate Today)? গতকাল মঙ্গলবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম কমে গিয়েছে। গ্রাম প্রতি সোনার দাম এখন হয়েছে ৭১৭৮ টাকা। আজ কিনতে গেলে কম খরচ হবে সোনার দামে।
Gold Price: সোনা-রুপোর দাম এখন পেট্রোলের দামের মতই ওঠানামা করে। গতকাল ভোটের ফলাফলের হাওয়ায় বেড়ে গিয়েছিল সোনার দাম। তবে আজ ফল প্রকাশের পর ফের খানিক কমে গেল দাম। আজ সোনা কিনতে গেলে কম খরচ হবে আপনার। কত চলছে আজকের দাম ?
বুধের বাজারে কী বদল সোনার দামে
আজ বুধবার দাম কত হল সোনার (Gold Rate Today)? গতকাল মঙ্গলবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম কমে গিয়েছে। গ্রাম প্রতি সোনার দাম এখন হয়েছে ৭১৭৮ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম কমে হয়েছে ৬৯৩৪ টাকা। আজ সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৫৩২ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৭১৪ টাকা। আজ আবার কমে গিয়েছে রুপোর দাম। বুধবার রুপোর দাম প্রতি কেজিতে ৮৮ হাজার ৭৯৯ টাকা।
আজকের সোনার দর (৫ জুন, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭১৭৮ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৬৯৩৪ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৫৩২ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৭১৪ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৮৮,৭৯৯ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
সোনার দামে হেরফের
সোনার দামও পেট্রোল ডিজেলের দামের মত প্রতিদিনই ওঠানামা করে। সোমবার গ্রাম প্রতি ৩০ টাকা বেড়েছিল ২৪ ক্যারাট সোনার (Gold Rate Today) দাম। আর বুধবার সেই দাম খানিকটা কমে। বৃহস্পতিবারও দাম কমেছে ১৪ টাকা। দাম কমার ধারা বজায় ছিল এতদিন। সেই ধারা বাজারে আবার ফিরে এসেছে। গত সপ্তাহের সোমবার এসে আরও বেড়েছিল সোনার (Gold Rate Today) দাম। কিন্তু আজ বুধবার আবার খানিক দাম কমে গিয়েছে সোনার। ভোটের ফলাফলের হাওয়ায় দাম বেড়ে গিয়েছিল সোনার। এবার ফের কমল দাম। আজ কিনতে গেলে কম খরচ হবে সোনার দামে।