Gold-Silver Price: ফের পতন সোনার দামে! সস্তা হল রুপোও
আমেরিকায় বাইডেন শপথ নেওয়ার আগেই বাজার চাঙ্গা হয়ে অনেকটা উঠে যায় শেয়ার বাজার-সহ সোনার দাম। যদিও স্বর্ণব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই কেন্দ্র সরকারের কাছে সোনার ওপর আমদানি শুল্ক কমানোর দাবি করে আসছেন। সেক্ষেত্রে সোনার ব্যবসা আরও উৎসাহ পাবে। সোনার পথ ধরে দাম কমেছে রূপোরও।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: পেট্রোল-ডিজেল নিত্য দিন দামের রেকর্ড তৈরি করলেও সোনার বাজার কিছুটা নরম। মাঘ-ফাল্গুন বিয়ের মরশুমে ক্রেতাদের কাছে নিঃসন্দেহে তা খুশির খবর। চলতি জানুয়ারি মাসের ৫ তারিখ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫৩,১৫০ টাকা। আজ, বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫০,৩০০ টাকা। স্বর্ণব্যবসায়ীদের মতে বাজার এখনও বেশ চড়া। আরও কিছুটা দাম কমলে বিক্রি বাড়ার আশা করছেন তাঁরা।
আমেরিকায় বাইডেন শপথ নেওয়ার আগেই বাজার চাঙ্গা হয়ে অনেকটা উঠে যায় শেয়ার বাজার-সহ সোনার দাম। যদিও স্বর্ণব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই কেন্দ্র সরকারের কাছে সোনার ওপর আমদানি শুল্ক কমানোর দাবি করে আসছেন। সেক্ষেত্রে সোনার ব্যবসা আরও উৎসাহ পাবে। সোনার পথ ধরে দাম কমেছে রূপোরও। ৬ জানুয়ারি কলকাতায় এক কেজি রুপোর দাম ছিল ৭১,৪০০ টাকা। আজ, বৃহস্পতিবার এক কেজি রুপোর দাম কমে হয়েছে ৬৬,০০০ টাকা। ব্যবসায়ী থেকে ক্রেতা, প্রত্যেকেই আরও কিছুটা দাম কমার অপেক্ষায় রয়েছেন।
আন্তর্জাতিক বাজারেও এদিন সোনার দাম কমেছে ৷ স্পট গোল্ড অর্থাৎ শেয়ার বাজারে কোনও নির্দিষ্ট সময়ে যে দামে সোনা কেনাবেচা হয়, তা কমেছে ০.৩ শতাংশ ৷ এখন এক আউন্স সোনার দাম হয়েছে ১৮৩৯.২১ ডলার ৷ এদিন ডলার সূচক উঠেছে ০.১২ শতাংশ ৷ আন্তর্জাতিক বাজারে সোনা বাদে অন্যান্য মূল্যবান ধাতুরও দাম কমেছে ৷ রুপোর দাম ০.২ শতাংশ বা ২৫.১৮ ডলার কমেছে ৷ প্ল্যাটিনামের দাম ০.২ শতাংশ বা ১০৬৩.৭৬ ডলার কমেছে ৷