Gold Price: বাজেটের পরেই বাংলায় সস্তা হল সোনা, মঙ্গলে স্বস্তি গ্রাহকদের; আজ কিনলে কত কমে পাবেন ?
Gold Silver Price on 23 July: আজ মঙ্গলবার সোনার দাম গ্রাম প্রতি আরও কমেছে গতকালের থেকে। এখন ২৪ ক্যারাট সোনার দাম কমে হয়েছে এখন ৭০২৯ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট গহনার সোনার দাম কমে হয়েছে ৬৭১৩ টাকা।
Gold Silver Price Today: ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করলেন আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে জানালেন সোনা রুপোর উপর কাস্টম ডিউটি ৬ শতাংশ কমানো হবে, ফলে দাম কমবে সোনার। আর আজই বাজেট পেশের পর একধাক্কায় অনেকটা কমে গেল সোনার দাম। যে হারে সপ্তাহের শুরুতে দাম বেড়েছিল সোনার, তা থেকে অনেকটাই স্বস্তি এবার গ্রাহকদের। দাম কমেছে, ফলে এই সুযোগে আপনি চাইলে সোনা কিনতে বা সোনায় বিনিয়োগ করতে পারেন, অনেক কম খরচ হবে। দেখে নিন আজ সোনার দাম কত চলছে রাজ্য জুড়ে।
আজকে সোনার দর কত ? (২৩ জুলাই, ২০২৪)
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭০২৯ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৬৭১৩ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৩৯৬ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৫১৮ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৮৫,৪২১ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
যেকোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু প্রতিদিনের দর জানতে ক্লিক করুন এবিপি লাইভে।
সোনার দাম কমল আজ
আজ মঙ্গলবার সোনার (Gold Rate Today) দাম গ্রাম প্রতি আরও কমেছে গতকালের থেকে। এখন ২৪ ক্যারাট সোনার দাম কমে হয়েছে এখন ৭০২৯ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম কমে হয়েছে ৬৭১৩ টাকা। আজ সোনা (Gold Price Today) বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৩৯৬ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৫১৮ টাকা।মঙ্গলবারের বাজারে রুপোর দাম প্রতি কেজিতে ৮৫ হাজার ৪২১ টাকা। রুপোর দাম আজ আবার কমে গিয়েছে অনেকটা।
সোনার বিশুদ্ধতা কীসের ওপর নির্ভর করে
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
আরও পড়ুন: Union Budget 2024: আরও সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি-বাইক, বাজেটে কী ছাড় দিলেন অর্থমন্ত্রী ?