Google new rule: চাকরি যেতে পারে ! বেতন বন্ধের নির্দেশ গুগলের
Google to Stop Paying Salary: এবার থেকে কোম্পানির এই নিয়ম না মানলে বন্ধ হবে বেতন। এমনকী কাজ হারাতে পারেন কর্মীরা।কর্মীদের উদ্দেশে নতুন বার্তা দিয়েছে বিশ্বের টেক জায়ান্ট গুগল (Google)।
Google to Stop Paying Salary: কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিল গুগল (Google)। এবার থেকে কোম্পানির এই নিয়ম না মানলে বন্ধ হবে বেতন। এমনকী কাজ হারাতে পারেন কর্মীরা।
Google new rule: কোভিড বিধি না মানলে যেতে পারে চাকরি। কর্মীদের উদ্দেশে নতুন বার্তা দিয়েছে বিশ্বের টেক জায়ান্ট গুগল (Google)। কোম্পানির তরফে বলা হয়েছে, যেসব কর্মীরা এখনও কোভিডের টিকা নেননি তাদের রেয়াত করবে না কোম্পানি। ইতিমধ্যেই কোম্পানির কর্মীদের কাছে এই বিষয়ে একটি বার্তা পাঠিয়েছে গুগল।
Google Covid rule: সম্প্রতি গুগলের এই মেমো হাতে এসেছে সিএনবিসি-র। যেখানে ৩ তারিখের মধ্যে কর্মীদের কোভিড টিকাকরণের অবস্থান সম্পর্কে জানাতে বলা হয়েছিল। কেউ এই নির্দিষ্ট মেয়াদের মধ্যে উত্তর না দিলে কোম্পানির তরফে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হবে। এখানেই শেষ হয়নি কোম্পানির নিদান। কোভিড টিকাকরণের নিয়ম মানতে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে গুগল। এরপরও কেউ টিকা না নিলে তাঁকে ৩০ দিনের জন্য 'পেইড অ্যাডমিনিস্ট্রেটিভ লিভ' নিতে বলা হয়েছে। এরপরও কর্মী কোম্পানির কথা না শুনলে ৬ মাসের 'আনপেইড পার্সোনাল লিভ' নিতে বলা হবে। তাতেও কাজ না হলে কোম্পানি ছাড়াতে বলা হবে সেই কর্মীকে।