Indian Currency Notes: গাঁধীজির ছবি থাকবে না ! লক্ষ্মী-গণেশের ছবি এবার নোটে ?
Laxmi Ganesh on Rupee Notes: দেশের টাকায় ছবি ছাপানো নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক উত্তাপ। সম্প্রতি যার জল গড়ায় সংসদ পর্যন্ত । অবশেষে সব জল্পনায় জল পড়ল সংসদে।
Laxmi Ganesh on Rupee Notes: দেশের টাকায় ছবি ছাপানো নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক উত্তাপ। সম্প্রতি যার জল গড়ায় সংসদ পর্যন্ত । অবশেষে সব জল্পনায় জল পড়ল সংসদে। গণতন্ত্রের পীঠস্থানে দাঁড়িয়ে টাকায় আগামী দিনে কোন ছবি যাবে তা পরিষ্কার করলেন কেন্দ্রীয় মন্ত্রী। গাঁধীজির ছবি থাকবে না ! এবার থেকে লক্ষ্মী-গণেশের ছবি থাকবে কি নোটে ?
Indian Currency Notes: কোথা থেকে শুরু হয়েছিল প্রসঙ্গ ?
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য থেকেই শুরু হয়েছিল এই 'বিতর্ক'। সম্প্রতি নোটে লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর দাবি জানিয়েছিলেন কেজরিওয়াল। যা নিয়ে এবার মুখ খুলেছে কেন্দ্রীয় সরকার। মোদির মন্ত্রী জানিয়েছেন, ভারতীয় টাকায় বিশিষ্ট ব্যক্তিত্ব,দেব-দেবী এমনকী পশু-পাখির ছবি দেওয়ার অনুরোধ এসেছে। যা নিয়ে কিছুদিন ধরেই বিতর্ক শুরু হয়েছে। সোশ্য়াল মিডিয়ায় অনেকেই দাবি করেছেন,এবার 'জাতির জনক' মহাত্মা গাঁধীর ছবিও টাকা থেকে সরিয়ে দিতে পারে কেন্দ্র। যদিও সংসদে এই ধরনের জল্পনা নস্যাৎ করেছে সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সরকার টাকা থেকে গান্ধীজির ছবি মুছে ফেলার কোনও পরিকল্পনা করেনি।
Laxmi Ganesh on Rupee Notes: নোটে লক্ষ্মী-গণেশের ছবির দাবি!
মূলত, টাকায় লক্ষ্মী, গণেশের ছবি সহ আরও ছবি দেওয়ার বিষয়ে নিয়ে শুরু হয় আলোচনা। সরকারের কাছে এমন কোনও অনুরোধ এসেছে কিনা তা জানতে চাওয়া হয়। এমনকী এই ধরনের প্রস্তাব নিয়ে সরকারের মত জানতে চান লোকসভার সদস্যরা। এই প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, সরকারের কাছে এই ধরনের অনুরোধ এসেছে, এটা সত্যি। তিনি বলেন,''স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তি,দেব-দেবী ও পশুপাখির ছবি মুদ্রা নোটে ছাপানোর দাবি উঠেছে। তবে এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের আইন ১৯৩৪-এর ধারা ২৫-এর আওতায় ব্যাঙ্ক নোটের নকশা, ফর্ম ও টাকার উপাদান ব্যবহারের বিষয়ে RBI-এর কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সুপারিশের পরে সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হয়। তারপরেই এই ধরনের পরিবর্তন সম্ভব।''
Indian Currency Notes: মহাত্মা গাঁধীর ছবি কি নোটে থাকবে না ?
সরকারের কাছে মহাত্মা গাঁধীর ছবি নোটে থাকা নিয়েও সংসদে উঠেছে প্রশ্ন। ভারতীয় নোট থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি মুছে ফেলার পরিকল্পনা সম্পর্কে জানতে চান সাংসদরা। যা নিয়ে অর্থ প্রতিমন্ত্রী জানান, এই ধরনের পরিকল্পনার কোনও প্রশ্নই ওঠে না।
Indian Currency Notes: এর আগে রিজার্ভ ব্যাঙ্ক বলেছিল এই কথা
এই বলেই অবশ্য থেমে থাকেননি কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী। তিনি বলেন,''সরকারের কাছে নোটের ছবি বদল নিয়ে অনেক অনুরোধ ও পরামর্শ এসেছে। এর আগে ৬ জুন আরবিআই একটি প্রেস বিজ্ঞপ্তি করে এই বিষয়টি পরিষ্কার করেছে। সেই সময় বিদ্যমান নোটগুলি নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক জানায়, এই ধরনের পরিবর্তনের কোনও প্রস্তাব নেই। এমনকী কারেন্সি নোট ও ব্যাঙ্ক নোট থেকে জাতির পিতা মহাত্মা গাঁধীর ছবি মুছে ফেলার গুজব খণ্ডন করে কেন্দ্রীয় ব্যাঙ্ক। মূলত, ভারতীয় টাকায় রবীন্দ্রনাথ ঠাকুর, মিসাইল ম্যান প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে কালামের ছবি ছাপানোর অনুরোধ জানান অনেকেই। যা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে বাজারে। যেখানে বলা হয়,এই ধরনের মহান ব্যক্তিদের ছবি নতুন নোটের সিরিজে ছাপানোর কথা বিবেচনা করছে রিজার্ভ ব্যাঙ্ক৷ এরপরই এই খবর অস্বীকার করে RBI।