GST Collection: GST বাবদ ফের রেকর্ড আয় সরকারের, ১.৫০ লক্ষ কোটির গণ্ডি পার, চলতি অর্থবর্ষে এই নিয়ে তৃতীয় বার
Revenues from GST: মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে বিবৃতি প্রকাশ করে জানুয়ারি মাসে জিএসটি বাবদ আয়ের হিসেব জানানো হয়।
নয়াদিল্লি: পণ্য ও পরিষেবা করবাবদ ফের রেকর্ড আয় কেন্দ্রের (GST Collection)। জানুয়ারি মাসে ১.৫৫ লক্ষ কোটি টাকার বেশি ঘরে তুলেছে কেন্দ্র, প্রতি মাসের আয়ের নিরিখে যা এ যাবৎ দ্বিতীয় সর্বোচ্চ। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে বিষয়টি সামনে আনা হয়েছে (Revenues from GST)।
জানুয়ারি মাসে ১.৫৫ লক্ষ কোটি টাকার বেশি ঘরে তুলেছে কেন্দ্র
মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে বিবৃতি প্রকাশ করে জানুয়ারি মাসে জিএসটি বাবদ আয়ের হিসেব জানানো হয়। তাতে বলা হয়, ‘২০২৩ সালের জানুয়ারি মাসে বিকেল ৫টা পর্যন্ত হিসেবে জিএসটি বাবদ ১ লক্ষ ৫৫ হাজার ৯২২ কোটি টাকা আয় হয়েছে, যার মধ্যে সরাসরি কেন্দ্রের ঘরে এসেছে ২৮ হাজার ৯৬৩ কোটি টাকা (CGST)। ৩৬ হাজার ৭৩০ কোটি টাকা আয় হয়েছে রাজ্যগুলির (SGST)। সমন্বিত জিএসটি বাবদ (IGST) আয় হয়েছে ৭৯ হাজার ৫৯৯ কোটি টাকা,যার মধ্যে আবার আমদানিকৃত পণ্যের উপর বসানো কর থেকে আয় হয়েছে ৩৭ হাজার ১১৮ কোটি টাকা। এ ছাড়াও, শুল্কবাবদ ১০ হাজার ৬৩০ কোটি টাকা আয় হয়েছে, যার মধ্যে আমদানিকৃত পণ্যের উপর বসানো শুল্ক থেকে ৭৬৮ কোটি টাকা আয় হয়েছে’।
আরও পড়ুন: Union Budget 2023: দৈনিক আয় ২৭ টাকা, জনমোহিনী ঘোষণায় হাল ফিরবে কৃষকদের!
কেন্দ্রীয় সরকার যে হিসেব দিয়েছে, সেই অনুযায়ী, এ বছর জানুয়ারি মাসে জিএসটি বাবদ কেন্দ্র যা আয় করেছে, তা গতবছর জানুয়ারির তুলনায় ২৪ শতাংশ বেশি। চলতি অর্থবর্ষ, অর্থা ২০২২-’২৩ অর্থবর্ষে এই নিয়ে তৃতীয় বার জিএসটি বাবদ কেন্দ্রের মাসিক আয় ১.৫০ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেল। আর সব মিলিয়ে জিএসটি থেকে এই নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ আয় হল কেন্দ্রের। এর আগে, ২০২২ সালের এপ্রিল মাসে জিএসটি বাবদ ১.৬৮ লক্ষ কোটি টাকা আয় হয়েছিল, যা এখনও পর্যন্ত সর্বাধিক।
২০২২-’২৩ অর্থবর্ষে এই নিয়ে তৃতীয় বার জিএসটি বাবদ কেন্দ্রের মাসিক আয় ১.৫০ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেল
একই সঙ্গে কেন্দ্র জানিয়েছে, CGST বাবদ ৩৮ হাজার ৫০৭ কোটি টাকা, SGST বাবদ ৩২ হাজার ৬২৪ কোটি টাকা বকেয়া মেটানো হয়েছে। সব কিছু মেটানোর পর কেন্দ্র এবং রাজ্যগুলির CGST বাবদ ৬৭ হাজার ৪৭০ কোটি এবং SGST বাবদ ৬৯ হাজার ৩৫৪ কোটি টাকা আয় হয়েছে।