GST Collection: এপ্রিলে জিএসটি আদায়ে সর্বকালীন রেকর্ড, অর্থনীতিতে জোয়ার?
Indian Economy: গত বছরে অর্থাৎ ২০২১ সালের এপ্রিল মাসে যে পরিমাণ জিএসটি পাওয়া গিয়েছিল, ২০০২ সালের এপ্রিল মাসে সংগৃহীত জিএসটির পরিমাণ তার চেয়ে ২০ শতাংশ বেশি।
কলকাতা: ভারতীয় অর্থনীতিতে সুখবর। জিএসটি-তে রেকর্ড সংগ্রহ হয়েছে। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ( Goods and services tax) বা জিএসটি আদায়ের পরিমাণ ১.৬৮ লক্ষ কোটি টাকা। যা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রক। দেশের আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ায় এমনটা হয়েছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।
আগের মাসকেও টেক্কা:
মার্চে যে পরিমাণ জিএসটি (GST) আদায় হয়েছিল। এপ্রিল (April) মাসে তার থেকেও বেশি পরিমাণ আদায় হয়েছে। মার্চের তুলনায় এপ্রিলে ২৫ হাজার কোটি টাকা বেশি জিএসটি আদায় হয়েছে। এছাড়া, গত বছরে অর্থাৎ ২০২১ সালের এপ্রিল মাসে যে পরিমাণ জিএসটি পাওয়া গিয়েছিল, ২০০২ সালের এপ্রিল মাসে সংগৃহীত জিএসটির পরিমাণ তার চেয়ে ২০ শতাংশ বেশি।
জিএসটির হালহকিকত:
এপ্রিল মাসে মোট জিএসটি আদায়ের পরিমাণ ১ লক্ষ ৬৭ হাজার ৫৪০ কোটি টাকা। যার মধ্যে কেন্দ্রীয় জিএসটি (CGST) ৩৩ হাজার ১৫৯ কোটি টাকা, রাজ্যের জিএসটি (SGST) ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা, ইন্টিগ্রেটেড জিএসটি (Integrated GST) ৮১ বাজার ৯৩৯ টাকা। এছাড়াও সেস (Cess) রয়েছে ১০ হাজার ৬৪৯ কোটি টাকা।
দুই বছরের তুলনা:
অর্থমন্ত্রক (Ministry Of Finance) জানিয়েছে, ২০২১ ও ২০২২ সালের মধ্যে তুলনা করলে দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় এই বছরে আমদানি (Import of Goods) থেকে আয় ৩০ শতাংশ এবং অভ্যন্তরীণ লেনদেন (Domestic tranaction) থেকে আয় ১৭ শতাংশ বেড়েছে। এমনকি এই প্রথমবারের জন্য় মোট জিএসটি (Gross GST) আদায়ের পরিমাণ দেড় লক্ষ কোটি টাকার সীমা ছাড়িয়েছে।
কোভিডের সময়ে বড়সড ধাক্কা লেগেছে ভারতীয় অর্থনীতিতে। পরপর দুইবছর বিভিন্ন ক্ষেত্রে কমেছে আয়। বেড়েছে খরচ। এই বছরের এপ্রিলে জিএসটি আয়ে রেকর্ড হওয়ায় ভারতীয় অর্থনীতি (Indian Economy) নিয়ে আশার আলো সব মহলেই।
আরও পড়ুন: কোথায় বাড়ছে চার্জ, বিনিয়োগের নিয়মে কী বদল? জেনে নিন এখনই