HDFC Bank: ঋণের উপর সুদের হার বাড়াল HDFC ব্যাঙ্ক, বাড়বে গাড়ি-বাড়ির EMI ?
HDFC Bank Loan Interest Rate: এমসিএলআর মূলত ওভারনাইট ঋণের ক্ষেত্রে ৯.১০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯.১৫ শতাংশ। এছাড়া এক মাসের এমসিএলআর রেট ০.০৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৯.২০ শতাংশ।
HDFC Bank Loan Interest: এইচডিএফসি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন ? বা ঋণের আবেদন করতে যাচ্ছেন ? বড় খবর রয়েছে এই ব্যাঙ্কে। এখন থেকে এই ব্যাঙ্কে ঋণের উপর দিতে হবে বেশি সুদ, ঋণ নিয়ে থাকলে বাড়তে পারে ইএমআইয়ের বোঝাও। ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক (HDFC Bank) এবার তাদের মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট ওরফে এমসিএলআর (HDFC Bank MCLR) বাড়িয়েছে ৫ বেসিস পয়েন্ট হারে। এর মাধ্যমে এই ব্যাঙ্কের কিছু কিছু নির্বাচিত ম্যাচিওরিটি ঋণের সুদের হার সামান্য বাড়তে চলেছে।
কোন কোন ঋণের উপর সুদের হার বাড়ল
এমসিএলআর মূলত ওভারনাইট ঋণের ক্ষেত্রে ৯.১০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯.১৫ শতাংশ। এছাড়া এক মাসের এমসিএলআর রেট ০.০৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৯.২০ শতাংশ। তবে সেকেন্ড ম্যাচিওরিটির ঋণের ক্ষেত্রে এমসিএলআরে কোনো বদল ঘটেনি। এই নতুন সুদের হার কার্যকর হয়েছে ৭ নভেম্বর ২০২৪ থেকে।
HDFC ব্যাঙ্কের ওয়েবসাইটেই জানানো হয়েছে এই তথ্য
এইচডিএফসি ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে জানা যাচ্ছে যে ১ বছর মেয়াদের এমসিএলআর একই রাখা হয়েছে ৯.৪৫ শতাংশ। এর ভিত্তিতেই মূলত সমস্ত রকমের গ্রাহক ঋণ অর্থাৎ গাড়ির ঋণ কিংবা বাড়ির ঋণ নির্ধারিত করা হয়। এই ঋণের উপর সুদের হারে কোনো বদল করা হয়নি, ফলে এই ব্যাঙ্কে ঋণ নিয়ে থাকলে তার ইএমআইতে কোনো বদল হবে না।
রেপো রেটে বদল নেই
ভারতের রিজার্ভ ব্যাঙ্ক এবারের মুদ্রানীতির বৈঠকেও রেপো রেট একই রেখেছে, আগের মত এবারেও ৬.৫ শতাংশেই বাধা থাকল রেপো রেট। এই নিয়ে পরপর দশবার একই থাকল রেপো রেট। এরপরে এইচডিএফসি ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে তাদের এমসিএলআর বাড়ানোর। বিগত ৯ অক্টোবর আয়োজিত হয়েছিল রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতির বৈঠক। সেখানেই গভর্নর শক্তিকান্ত দাস রেপো রেট না বাড়ানোর সিদ্ধান্ত নেন।
এর আগেও সুদের হার বাড়িয়েছিল এই ব্যাঙ্ক
এর আগে সেপ্টেম্বর মাসে ঋণের উপর সুদের হার বাড়িয়েছিল এইচডিএফসি ব্যাঙ্ক। ফলে কিছু কিছু টার্ম লোনের ক্ষেত্রে বেড়েছিল সুদের হার। হোম লোন, গাড়ির লোন কিংবা পার্সোনাল লোনের ক্ষেত্রে বেঞ্চমার্ক সুদের হার বাড়িয়েছে এই ব্যাঙ্ক। মূলত এমসিএলআর রেটই বাড়ানো হয়েছে ব্যাঙ্কের পক্ষ থেকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: GST Evasion: ২৫ হাজার কোটির কর ফাঁকি, প্রকাশ্যে ১৮ হাজার ভুয়ো সংস্থার জালিয়াতি