Honda Activa: নতুন রূপে হন্ডা অ্যাক্টিভা ! প্রিমিয়াম ফিচার-সহ লঞ্চ স্কুটার, দাম কত জানেন ?
Honda Scooters: ফের নতুন রূপে বাজারে এল হন্ডা অ্যাক্টিভা। ভারতের বাজারে এই জনপ্রিয় স্কুটারের বিশেষ সংস্করণ আনল হন্ডা ইন্ডিয়া।
Honda Scooters: ফের নতুন রূপে বাজারে এল হন্ডা অ্যাক্টিভা। ভারতের বাজারে এই জনপ্রিয় স্কুটারের বিশেষ সংস্করণ আনল হন্ডা ইন্ডিয়া। এখনও পর্যন্ত কোম্পানি এই স্কুটারের বিভিন্ন ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে। এবার প্রিমিয়াম ফিচারের বিশেষ সংস্করণ শুরু করল হন্ডা।
কত দাম নতুন ভ্য়ারিয়েন্টের ?
বহুদিন ধরেই হন্ডা অ্যাক্টিভার আপডেটের জন্য অপেক্ষা করছিলেন ক্রেতারা। এবার ক্রেতাদের কৌতূহলের অবসান হল। Activa-র সেরা ভ্য়ারিয়েন্ট এই গাড়ি। হন্ডা এই স্কুটারটিকে নীল রঙে ডিজাইন করেছে। সঙ্গে পাবেন আকর্ষণীয় সোনালি স্ট্রাইক। কোম্পানি হন্ডা স্ট্যান্ডার্ড ও ডিএলএক্স নামে আরও দুটি ভ্যারিয়েন্টও বিক্রি করে৷ এগুলোর দাম যথাক্রমে ৭২,৪০০ ও ৭৪,৪০০ টাকা। কোম্পানি হন্ডা অ্যাক্টিভা প্রিমিয়াম সংস্করণটির দাম ৭৫,৪০০ টাকা (এক্স-শোরুম) রেখেছে।
Honda Activa Premium Edition: কেমন দেখতে এই স্কুটার ?
নতুন Honda Activa Premium Edition-এর চেহারায় বেশকিছু কসমেটিক পরিবর্তন এসেছে। স্কুটারটি ম্যাট মার্শাল-গ্রিন মেটালিক, ম্যাট সাংরিয়া রেড মেটালিক A পার্ল সাইরেন ব্লু নামে তিনটি রঙের বিকল্পে দেওয়া হয়েছে। এই তিনটি রঙে গোল্ডেন রেঞ্জের উপাদান ব্যবহার করা হয়েছে। অ্যাপ্রন ও চাকার চেহারা পরিবর্তন করার জন্য একটি সোনালি দাগ ব্যবহার করা হয়ছে গাড়িতে। এর ফুটবোর্ড ও আসন বাদামি রঙে দিয়েছে কোম্পানি। এর সঙ্গে অ্যাক্টিভা কি ব্যাজিংকেও সোনালি রং দেওয়া হয়েছে।
Honda Activa Premium Edition: কী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে গাড়িতে ?
এই স্কুটারটির বাহ্যিক অংশ পরিবর্তন করা হয়েছে। তবে এর ইঞ্জিনে বর্তমান অ্যাক্টিভার ১০৯.৫ সিসি ফোর-স্ট্রোক, সিঙ্গল-সিলিন্ডার, এয়ার-কুলড, ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা ৭.৭ বিএইতপি শক্তি ও ৮.৯ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে।
Honda Scooters: অ্যাক্টিভা প্রিমিয়ামের বৈশিষ্ট্য
হন্ডা অ্যাক্টিভা প্রিমিয়াম আন্ডার-সিট স্টোরেজ, এলইডি হেডল্যাম্প, স্কুটার এক্সটারনাল ফুয়েল ফিলার ক্যাপ, ইএসপি প্রযুক্তি, অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মতো বৈশিষ্ট্যের সঙ্গে পাওয়া যাচ্ছে। এই ইঞ্জিন ঠান্ডা করার জন্য একটি ফ্যান দেওয়া হয়েছে। এই স্কুটারটির ওজন ১০৭ কেজি। এর ফুয়েল ট্যাঙ্ক ৫.৩ লিটার ও এতে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। দেশের স্কুটার বাজারে সবথেকে জনপ্রিয় নাম হন্ডার। অ্যাক্টিভার দৌলতেই এই শীর্ষ জায়গা দখল করে রেখেছে কোম্পানি।
আরও পড়ুন : Mercedes-AMG One: ২১ কোটি টাকার গাড়ি, মার্সেডিজ আনল এই পাওয়ার মেশিন