Hurun India Rich List 2024: ৭৩০০ কোটির সম্পত্তি ! ধনকুবের হিসেবে নয়া রেকর্ড গড়লেন শাহরুখ
Shah Rukh Khan: হারুন ইন্ডিয়ার তালিকা অনুসারে দেখা গিয়েছে ধনকুবেরদের তালিকায় এই বছর যে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের না উঠেছে, তারা শুধু অভিনয় নয় বরং নিজেরা একটি প্রোডাকশন হাউজ চালান।
Shah Rukh Khan: বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান এবার আরেকটি রেকর্ড গড়লেন। এই প্রথম দেশের ধনকুবেরদের তালিকায় নাম উঠল শাহরুখের। ২০২৪ সালের হারুন ইন্ডিয়া রিচেস্ট লিস্টে প্রথমবার নাম উঠল বলিউডের মহাতারকা শাহরুখ খানের। ৭৩০০ কোটির সম্পত্তি রয়েছে তাঁর। কলকাতা নাইট রাইডার্স এবং রেড চিলিস এন্টারটেনমেন্ট সংস্থায় তাঁর স্টেক (Hurun India Rich List 2024) থাকার কারণেই এত বিপুল সম্পত্তির অধিকারী হয়েছেন তিনি। তবে এ বছর শাহরুখ একা নন, শাহেনশা অমিতাভ বচ্চন, জুহি চাওলা ও তাঁর পরিবার, করণ জোহর এবং হৃতিক রোশনও এই তালিকায় জায়গা করে নিয়েছেন।
৭৩০০ কোটির সম্পত্তি রয়েছে শাহরুখ খানের
হারুন ইন্ডিয়ার তালিকা অনুসারে দেখা গিয়েছে ধনকুবেরদের তালিকায় এই বছর যে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের না উঠেছে, তারা শুধু অভিনয় নয় বরং নিজেরা একটি প্রোডাকশন হাউজ চালান, সেই কারণেই। ৫৮ বছর বয়সী শাহরুখ খান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সংস্থা তৈরি করেছেন এবং তাঁর বর্তমান সম্পত্তির মূল্য ৭৩০০ কোটি টাকা। তাঁর এই প্রোডাকশন হাউজ থেকে বহু ভাল ভাল ছবি প্রযোজিত হয়েছে। হারুন ইন্ডিয়া জানিয়েছে শাহরুখের সম্পত্তি আরও বেড়েছে আইপিএলে নাইট রাইডার্স দলের স্টেক থাকার কারণে। এটি একটি চূড়ান্ত সফল ফ্র্যাঞ্চাইজি।
বিনোদন জগতে ৭ ব্যক্তির কাছে রয়েছে ৪০,৫০০ কোটি টাকা
হারুন ইন্ডিয়ার মুখ্য গবেষক এবং প্রতিষ্ঠাতা আনাস রহমান জুনায়েদ জানিয়েছেন যে ভারতের প্রাণশক্তি লুকিয়ে আছে সিনেমা আর ক্রিকেটে। এই প্রথমবার মহাতারকা শাহরুখ খান এই হারুন ইন্ডিয়া তালিকায় জায়গা করে নিয়েছেন, শুধুমাত্র আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্সে স্টেক রাখার দরুণ। জুনায়েদ বলেন যে বিনোদন জগত থেকে মোট ৭ জন এমন আছেন যাদের কাছে ৪০ হাজার ৫০০ কোটির সম্পদ রয়েছে এবং তারা এই বছর হারুন ইন্ডিয়ার ধনকুবেরদের তালিকায় জায়গা পেয়েছেন।
শাহরুখ ছাড়াও আর কোন অভিনেতা-অভিনেত্রীর নাম রয়েছে
হারুন ইন্ডিয়া রিচেস্ট লিস্ট ২০২৪-এ শাহরুখ খান ছাড়াও নাম রয়েছে জুহি চাওলা ও তাঁর পরিবারের যাদের সংগ্রহে ৪৬০০ কোটি টাকা, না রয়েছে হৃতিক রোশনের যার সম্পত্তির পরিমাণ ২০০০ কোটি টাকা। অমিতাভ বচ্চন এবং করণ জোহরের নামও রয়েছে এই তালিকায়। অমিতাভ বচ্চনের বর্তমান সম্পত্তির পরিমাণ ১৬০০ কোটি টাকা। আর করণ জোহরের সম্পদ রয়েছে ১৪০০ কোটি টাকা, তাঁর নিজের সংস্থা ধর্মা প্রোডাকশন।
আরও পড়ুন: Health Insurance: মঞ্জুর নাও হতে পারে স্বাস্থ্যবিমার ক্লেম, খেয়াল রাখতে হবে এই ৫ বিষয়