এক্সপ্লোর
Gold Selling Tips: সোনা বিক্রি করতে চান ? আগে এই বিষয়গুলি দেখে নিন, না হলে ঠকবেন !
Gold Selling Tips: সোনা বিক্রির আগে এই বিষয়গুলি না জেনে দোকানির কাছে নিয়ে গেলে ঠকতে পারেন।
সোনা বিক্রি করতে চান ?
1/6

ভারতে সোনা শুধু গয়না নয়, বরং নির্ভরযোগ্য বিনিয়োগ হিসেবেও গণ্য করা হয়। যদিও যখন ফিজিক্যাল গোল্ড বিক্রির সময় আসে, তখন তথ্যের অভাবে মানুষ ক্ষতির শিকার হয়। অনেক সময় সোনার দোকানদাররা সোনার বিশুদ্ধতা, ওজন বা দাম নিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে কম দামে সোনা কেনেন।
2/6

প্রথমত, এটা বোঝা দরকার যে আপনার কাছে কী ধরনের সোনা আছে। গয়নার দাম শুধু ডিজাইন দিয়ে নির্ধারিত হয় না। এর বিশুদ্ধতা, হলমার্ক এবং কাস্টম ওয়ার্কও গুরুত্বপূর্ণ। হলমার্ক করা গয়নার সাধারণত ভালো দাম পাওয়া যায়, যেখানে হলমার্ক ছাড়া গয়নার ক্ষেত্রে বিশুদ্ধতা পরীক্ষার নামে কাটছাঁট করা হয়।
Published at : 21 Dec 2025 03:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















