IT Filing Portal : ৭ জুন সূচনা, নয়া পোর্টাল আনছে আয়কর দফতর
১ থেকে ৬ জুন বন্ধ থাকবে দফতরের পোর্টাল। আগামী ৭ জুন আয়কর জমা দেওয়ার নতুন পোর্টাল আনছে আয়কর দফতর। ইতিমধ্যেই সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আয়কর দফতর।
নয়া দিল্লি : ১ থেকে ৬ জুন বন্ধ থাকবে দফতরের পোর্টাল। আগামী ৭ জুন আয়কর জমা দেওয়ার নতুন পোর্টাল আনছে আয়কর দফতর। ইতিমধ্যেই সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দফতরের তরফে।
বিজ্ঞপ্তি অনুসারে ৬দিন চালু পোর্টাল বন্ধ থাকবে। সেই কারণে আগেভাগেই কাজ গুছিয়ে নিতে বলা হয়েছে কর্মী-আধিকারিকদের। আয়কর আধিকারিক (AO), (CIT)A অফিসারদের চালু পোর্টাল থেকে আয়করদাতাদের তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। তবে শুধু অফিসাররাই নন, পোর্টাল বন্ধ থাকায় ওই নির্দিষ্ট সময়ে সমস্যার মুখে পড়বেন আয়করদাতারাও। কারণ, আয়কর রিটার্ন জমা করতে অনেকটা সময় এই পোর্টালে ব্যস্ত থাকতে হয় তাঁদের।
আয়কর দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , ওই নির্দিষ্ট সময়ে কোনও ধরনের হিসেবে যেন ফাইনাল সম্মতি না দেওয়া হয়। ১০ জুনের পর আয়করদাতাদের সব ধরনের শুনানির সুযোগ ও সম্মতি দেওয়া হবে। ৭ জুন নয়া আয়কর জমার পোর্টাল চালু হলেও, আরও তিনদিন পর গ্রাহকদের অভাব অভিযোগের বিষয়টা দেখতে বলা হয়েছে । এই তিন দিনে পোর্টালের সঙ্গে যাতে আয়করদাতারা সড়গড় হতে পারেন, তাই এই সুযোগ দেওয়া হয়েছে তাঁদের।
সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, ফিল্ড অফিসাররা ই-প্রসিডিংসের মাধ্যমে আয়করদাতাদের সঙ্গে যোগাযোগ করবেন। ই-ফাইলিং পোর্টালে সরাসরি অথবা NeAC/NFAC-এর মাধ্যমে হবে এই যোগোযোগ। সেখানে ভিডিয়ো কনফারেন্সের সাহায্যে সমন, স্থগিতাদেশ, নোটিস পাঠাতে পারবেন আয়কর আধিকারিকরা।
আইটিবিএ সিস্টেমে কাজ করার জন্য ১ জুনের আগেই ইনকাম ট্যাক্স রিটার্নের ফর্ম, পিডিএফফ ডাউনলোড করে রাখতে হবে আধিকারিকদের। যেসব ক্ষেত্রে করদাতাদের সঙ্গে আর যোগাযোগের প্রয়োজন নেই, আগে থাকতেই হিসেবপত্র মিটিয়ে ফেলা উচিত সেগুলির। আইটিবিএ সিস্টেমে রেখে দেওয়া উচিত সেই হিসেবনিকেশ। যদিও ওই নির্দিষ্ট ৬দিনের সব নোটিস, অর্ডার দেখতে পাবেন আয়করদাতারা। ৭ জুন নতুন আয়কর জমা দেওয়ার পোর্টাল লাইভ হলেই সেখানে সব দেখা যাবে। যদিও মাঝের কিছুদিন সাময়িক সমস্যার মুখে পড়তে হবে তাঁদের।