Recruitment Scam: অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ আরও ১ গ্রেফতার !
More Arrested In Recruitment Scam: পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই
![Recruitment Scam: অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ আরও ১ গ্রেফতার ! Recruitment Scam Partha Chattapadhyay closed person Santu Gangopadhyay arrested after Arpita Mukhopadhyays bail Recruitment Scam: অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ আরও ১ গ্রেফতার !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/25/41c8fc67b7cd547136c99ef5d79fc7031732546282023484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ আরও একজন গ্রেফতার। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই।
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় আরেক পার্থ ঘনিষ্ঠ গ্রেফতার। সিবিআই সূত্রে দাবি, শিক্ষক নিয়োগে টাকার লেনদেনে জড়িত সন্তু গঙ্গোপাধ্যায়> কাদের কাদের চাকরি, সন্তুর কাছ থেকে তালিকা যেত কুন্তলের কাছে। সন্তুর মাধ্যমেই চাকরি চুরির টাকা আসত পার্থর কাছে।'
অপরদিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে দাবি করা হয়েছে, কুন্তল ঘোষের নির্দেশে সন্তুকে ২৬ কোটি টাকা দিয়েছিলেন অয়ন। ২০২৩ সালের ৪ মে মহেশতলায় সন্তুর বাড়িতে সিবিআই তল্লাশি চলে। ওই বছরেই ২০ মে সন্তুর শিবরামপুরের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এদিকে সন্তু গঙ্গোপাধ্যায়কে গ্রেফতারির দিনেই জামিন পেয়েছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় মোড় এসেছে। প্য়ারোলের মধ্য়েই জামিন। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। গ্রেফতারির ৮৫৭ দিন পর তাঁকে জামিন দিল ED-র বিশেষ আদালত। অর্থাৎ 'অপা'র 'অ' জেলের বাইরে বেরোচ্ছেন। 'পা' অর্থাৎ পার্থ এখনও জেলবন্দি। ২০২২ সালের ২৩ জুলাই, অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ED।
তাঁর বেলঘরিয়া এবং টালিগঞ্জের ফ্ল্য়াট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ প্রায় ২ কোটি টাকার সোনার গয়না। এবং স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি উদ্ধার হয়। এরপরই, নিয়োগ দুর্নীতি মামলায়, চক্রান্তের অংশ হিসাবে দেখিয়ে তাঁকে গ্রেফতার করে ইডি। তারপর, থেকেই কখনও ED-র হেফাজতে, কখনও জেল হেফাজতে ছিলেন অর্পিতা। এই অবস্থায়, মায়ের মৃত্যুর পর, গত শুক্রবার,তাঁর প্যারোলের আবেদন মঞ্জুর করে আদালত।
আরও পড়ুন, BJP বিধায়কদের নিয়ে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন শুভেন্দু ! কী আছে এই ছবিতে ?
প্যারোলে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী। এই অবস্থায় সোমবার, ED-র বিশেষ আদালতে অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীরা জামিনের আবেদন করে বলেন,এখনও এই মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়নি। চার্জফ্রেম পর্যন্ত হয়নি। এই মামলার সর্বোচ্চ যে সাজা তার এক-তৃতীয়াংশ সময় জেলে কাটিয়েছেন অর্পিতা।সুপ্রিমকোর্টের নির্দেশ রয়েছে, সর্বোচ্চ সাজার এক তৃতীয়াংশ কেউ যদি জেলে থাকে তাঁকে জামিন দিতে হবে।এরপরই, সোমবার অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেন বিচারক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)