Income Tax Return: মৃত ব্যক্তিরও জমা দিতে হয় আয়কর রিটার্ন ? না করলে কি জরিমানা !
ITR Filing: জীবিত ব্যক্তির পাশাপাশি আপনি চাইলে জমা দিতে পারবেন মৃত ব্যক্তির আয়কর রিটার্ন।
ITR Filing: জীবিত ব্যক্তির পাশাপাশি আপনি চাইলে জমা দিতে পারবেন মৃত ব্যক্তির আয়কর রিটার্ন। সেই ক্ষেত্রে মৃতের বৈধ উত্তরাধিকারী আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। এতে মৃতের আয়কর রিটার্নের ওপর ছাড় পাওয়া যাবে। জেনে নিন, কীভাবে ফাইল করতে হয় এই রিটার্ন।
Tax News: রেজিস্ট্রেশন করতে হবে আগে
ঘরে বসেই মৃত ব্য়ক্তির আয়কর রিটার্ন দাখিল করা যায়। মৃত ব্যক্তির আয়কর রিটার্ন দাখিল করার আগে আইনত উত্তরাধিকারী হিসাবে রেজিস্ট্রেশন করতে হয়। যেদিন পর্যন্ত ওই ব্যক্তি জীবিত ছিলেন তাঁকে ততদিনের ট্যাক্স দিতে হবে। ওই ট্যাক্স ফাইলের ওপরই ফেরত দাবি করতে পারবেন উত্তরাধিকারী। তবে, যদি রিটার্ন দাখিল না করা হয়, তাহলে আয়কর বিভাগ ব্যক্তি জীবিত থাকাকালীন যা ব্যবস্থা নিত তাই নেবে।
Income Tax Return: কীভাবে আইটিআর পূরণ করতে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন
১ প্রথমে www.incometaxindiaefiling.gov.in/home -এ যান
২ এখনে পাসওয়ার্ড ও প্যান দিয়ে লগইন করুন 'মাই অ্যাকাউন্টে' যান
৩ তারপর রেপ্রেজেন্টেটিভ হিসাবে নিজেকে রেজিস্টার করুন
৪ এখন নিউ রিকোয়েস্টে যান
৫ মৃত ব্যক্তির প্যান কার্ড, সেই ব্যক্তির নাম ও ব্যাঙ্কের বিবরণ ইত্যাদি লিখুন। আবেদন মঞ্জুর হলে ব্যবস্থা নেওয়া হবে
ITR Filing: মৃত ব্যক্তির আইটিআর কীভাবে পূরণ করবেন
ওয়েবসাইটে নিজেকে রেজিস্টার করার পরে আইটিআর ফর্মটি ডাউনলোড করুন
এখন সব বিবরণ পূরণ করার পরে ফর্মের XML ফাইল তৈরি করুন, এটি শুধুমাত্র এই ফর্ম্যাটেই আপলোড করুন।
প্যান কার্ডের বিবরণ সহ বিকল্পটিতে, আইনি উত্তরাধিকারীদের বিশদ বিবরণ দিতে হবে
এখন আইটিআর ফর্মের নাম ও মূল্যায়ন বছরের বিকল্পটি নির্বাচন করুন
XML ফাইল আপলোড করার পরে এবং ডিজিটালভাবে স্বাক্ষর করার পরে ফর্মটি জমা দিন
এবার আয় হিসাব করুন
(মনে রাখবেন রিটার্ন পূরণের আগে আয়ের হিসাব করে নিতে হবে। মৃত ব্যক্তির আয়ের রিটার্নও সাধারণ ব্যক্তির মতো দাখিল করা হয়।)
যদি কেউ ITR পূরণ করতে ব্যর্থ হন, তাহলে তাদের সমস্যা বাড়তে পারে। সেই ক্ষেত্রে আইটিআর পূরণ করার কার্ড হোল্ডারদের লেট ফি হিসাবে ৫০০০ টাকা জরিমানা বাবদ দিতে হবে। এ ছাড়াও আয়কর আইন অনুসারে ধারা 234A এর অধীনে দেরিতে ট্যাক্স ফাইল করার জন্য নাগরিকদের প্রতি মাসে ১ শতাংশ সুদ দিতে হতে পারে।