Stock Market Update: বাজারে অস্থিরতা চরমে, ১৬ মাসে রেকর্ড উচ্চতায় India VIX- আরও পতন সামনে ?
India VIX: গতকাল মঙ্গলবার ৭ মে ইন্ডিয়া ভিক্স সূচক বা আতঙ্ক সূচক (Fear Index) ৬.৬২ শতাংশ বেড়ে ১৭.৬৪ পয়েন্টে পৌঁছেছে যা কিনা এক বছরের সর্বোচ্চ উচ্চতা। ২০২৪ সালের ২৩ এপ্রিল এই সূচক ৯.৮৫-এর স্তরে ছিল।
![Stock Market Update: বাজারে অস্থিরতা চরমে, ১৬ মাসে রেকর্ড উচ্চতায় India VIX- আরও পতন সামনে ? India VIX rises 16 months record High Fear Index Strong in Share Market amid Loksabha Election Stock Market Update: বাজারে অস্থিরতা চরমে, ১৬ মাসে রেকর্ড উচ্চতায় India VIX- আরও পতন সামনে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/08/8521215c19e5012e3e5dcfb41fd46b401715147574090900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
India VIX: বেশ কিছুদিন ধরেই বাজারের মেজাজ বদলে গিয়েছে। ক্রমেই পতন ঘটছে সূচকের। তাঁর সঙ্গে চলছে ব্যাপক ওঠানামা। সবমিলিয়ে অস্থিরতা চরমে ভারতের শেয়ার বাজারে। ২০২৪ সালের ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই এই অস্থিরতা কি আরও বাড়তে পারে ? এই অস্থিরতাই পরিমাপ করা হয় ইন্ডিয়া ভিক্স সূচক (Stock Market Update) দিয়ে। এই সূচক ক্রমাগত বাড়ছে। এমনকী দেখা গিয়েছে ১৬ মাসের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে ইন্ডিয়া ভিক্স সূচক। এই সূচকের মাধ্যমে স্বল্পমেয়াদী অস্থিরতা বোঝা যায় বাজারের। বাজারে যখন অস্থিরতা আরও বাড়তে শুরু করে তখন এই ইন্ডিয়া ভিক্স সূচকও বাড়তে শুরু করে। ধীরে ধীরে বাজার স্থিতিশীল হলে এই সূচকও কমে আসে।
সর্বোচ্চ স্তরে ইন্ডিয়া ভিক্স
গতকাল মঙ্গলবার ৭ মে ইন্ডিয়া ভিক্স সূচক বা আতঙ্ক সূচক (Fear Index) ৬.৬২ শতাংশ বেড়ে ১৭.৬৪ পয়েন্টে পৌঁছেছে যা কিনা এক বছরের সর্বোচ্চ উচ্চতা। ২০২৪ সালের ২৩ এপ্রিল এই সূচক ৯.৮৫-এর স্তরে ছিল। ১৪ দিনে ৭৯ শতাংশেরও বেশি বেড়েছে এই সূচক (Stock Market Update)। ফলে এত দ্রুত ইন্ডিয়া ভিক্সের বৃদ্ধি মূলত বাজারে অস্থিরতার বৃদ্ধিকেই নির্দেশিত করে।
কী এই ইন্ডিয়া ভিক্স
ইন্ডিয়া ভিক্স বা বাজারের অস্থিরতা সূচক শেয়ার বাজারের স্বল্পমেয়াদী অস্থিরতা পরিমাপ করতে সাহায্য করে। বাজারে অস্থিরতা বাড়লে যেমন ওঠানামা ব্যাপক হারে বেড়ে যায়, তেমনি ইন্ডিয়া ভিক্স সূচকও বাড়ে বা কমে। NSE নিফটির অর্ডার বুকের উপর নির্ভর করে এই ইন্ডিয়া ভিক্স বাড়া-কমা করে।
কেন পড়ছে বাজার
লোকসভা নির্বাচন চলছে, ৪ জুন বেরোবে ভোটের ফলাফল আর এই ফলপ্রকাশ নিয়ে অস্থিরতা তুঙ্গে শেয়ার বাজারে। তৃতীয় দফার ভোট হয়ে গিয়েছে। দুই দফার ভোটে লক্ষ্য করা গিয়েছে যে ভোটের হার খুবই কম। ফলে এই কম ভোটে কাদের লাভ কাদের ক্ষতি তা নিয়ে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। বিগত তিনটি ট্রেডিং সেশনে ১০ লক্ষ কোটিরও বেশি ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের।
কী বলছেন বিশেষজ্ঞরা
বাজার বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের ফলাফল না জানা পর্যন্ত বাজারের এই ওঠানামা চলতেই থাকবে। স্মলকেস ম্যানেজার ভ্যালু স্টকসের সমীক্ষা অনুযায়ী নির্বাচনের আগের মাসগুলিতে বাজারে (Stock Market Update) অস্থিরতা চলতে থাকে। শক্তিশালী পরিকাঠামোর কারণে দীর্ঘমেয়াদে যদিও বাজারে তেজিভাব বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)