IndusInd Bank: ১৯৬০ কোটি টাকার হিসেব নেই, বড় লোকসান ! পদত্যাগ করলেন এই বেসরকারি ব্যাঙ্কের সিইও
IndusInd Bank CEO Resigns: একটি রেগুলেটরি ফাইলিংয়ে ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, সুমন্ত কাঠপলিয়া ২৯ এপ্রিলের তারিখে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

IndusInd Bank CEO Resigns: ইন্ডাসইন্ড ব্যাঙ্কের হিসেব-নিকেশ নিয়ে সমস্যা চলছিলই। এবার বড় সিদ্ধান্ত নিলেন ব্যাঙ্কের সিইও। ১৯৬০ কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে না, হিসেব মিলছে না। এই মর্মে ব্যাঙ্কের বড় লোকসান (IndusInd Bank) হয়েছে আর তাই পদত্যাগ করেছেন ইন্ডাসইন্ড ব্যাঙ্কের সিইও সুমন্ত কাঠপলিয়া। মঙ্গলবার ২৯ এপ্রিলই তিনি পদত্যাগ করেছেন। ২০২৪-২৫ অর্থবর্ষে ১৯৬০ কোটি টাকার হিসেবে গরমিলের কথা প্রকাশ্যে জানিয়েছেন তিনি। এই বেসরকারি ঋণদাতা সংস্থার বড় লোকসানের প্রেক্ষিতেই পদত্যাগ করেছেন তিনি।
একটি রেগুলেটরি ফাইলিংয়ে ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, সুমন্ত কাঠপলিয়া ২৯ এপ্রিলের তারিখে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এবং সেই চিঠিতেই তিনি জানিয়েছিলেন যে ২৯ এপ্রিল ব্যবসার সময় ফুরোলেই তিনি পদত্যাগ করবেন। বোর্ডকে লেখা চিঠিতে সুমন্ত কাঠপলিয়া জানান, 'আমার নজরে আসা বিভিন্ন নৈতিক অপরাধ এবং অবহেলার কারণে আমি এর নৈতিক দায় বহন করছি। আমি অনুরোধ করব যেন আজ কাজের সময়ের শেষে আমার পদত্যাগপত্র রেকর্ডে জমা করা হয়'।
ব্যাঙ্কের হিসাব-নিকাশ নিয়ে নিরীক্ষণ চলছিল বেশ কিছুদিন ধরেই। মূলত এই ব্যাঙ্কের ডেরিভেটিভ পোর্টফোলিও নিয়েই সমস্যা দেখা দিয়েছিল হিসেবের ক্ষেত্রে। ব্যাঙ্কের তরফে একটি বহিরাগত অডিটরকে দিয়ে এই হিসেব নিকেশ পরীক্ষা করানো হচ্ছিল, আর তাতেই দেখা যায় ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে ব্যাঙ্কের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকে ১৯৫৯.৮৮ কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে না।
ব্যাঙ্কের বাজার মূলধনে প্রভাব পড়বে
এর আগে আরও একটি রিভিউতে দেখা গিয়েছিল হিসেবের গরমিলের কারণে ব্যাঙ্কের বাজার মূলধন থেকে প্রায় ১৯৬০ কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে না। ২০২৪ সালের ডিসেম্বরের পুঁজির অঙ্ক থেকে ২.৩৫ শতাংশ খোয়া গিয়েছে, আর পরে কর ব্যতীত অঙ্ক সংশোধন করে ব্যাঙ্ক জানিয়েছে পুঁজি ক্ষয় হয়েছে ২.২৭ শতাংশ। এবারে সিইওর পদত্যাগকে ঘিরে ব্যাঙ্কে নেতৃত্বের অভাব দেখা গিয়েছে। এই অবস্থায় ব্যাঙ্কের বোর্ড রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে কমিটি অফ এক্সিকিউটিভ প্রতিষ্ঠা করার জন্য অনুমোদন চেয়েছে যাতে স্থায়ী সিইও নিয়োগ না হওয়া পর্যন্ত স্বল্পকালীন মেয়াদে সিইওর দায়িত্ব সামলানো যায়।
এই পদত্যাগের কারণে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ম্যানেজমেন্টে বড় প্রভাব পড়েছে। এতে বিনিয়োগকারীদের মনোভাবে বদল আসতে পারে, তবে নজরদারি ব্যবস্থাপনা আরও কঠোর হবে এবার। এই পদত্যাগের কারণে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দামেও ৩ শতাংশ পতন এসেছে।






















