(Source: ECI/ABP News/ABP Majha)
IPO News: তৃতীয় দিনে ১৪ গুণেরও বেশি সাবস্ক্রিপশন, GMP-তে মুনাফার ইঙ্গিত দিচ্ছে এই IPO
Akums Drugs & Pharma IPO: দিল্লির একটি ফার্মা কোম্পানির এই আইপিওর ইস্যু সাইজ ১৮৫৬.৭৪ কোটি টাকা। বিগত ৩০ জুলাই বাজারে এসেছিল এই আইপিও। এর প্রাইসব্যান্ড রাখা হয়েছিল ৬৪৬ টাকা থেকে ৬৭৯ টাকার মধ্যে।
Akums Drugs & Pharma IPO: আজই শেষ দিন। বন্ধ হয়ে যাবে এই আইপিওর সাবস্ক্রিপশনের সুযোগ। ৩০ জুলাই বাজারে এসেছিল Akums Drugs & Pharma IPO। তারপর থেকে বিনিয়োগকারীদের ভিড় লেগেই আছে। একদিকে নিফটি ৫০-তে বুল রান চলছে আর তাঁর মাঝে এই আইপিও (IPO News) দ্বিতীয় দিনেই ৪.৪৩ গুণ সাবস্ক্রাইবড হয়েছে। আজকের জিএমপি বলছে ভাল মুনাফা দিতে পারে এই আইপিও। গ্রে মার্কেটে কত চলছে প্রিমিয়াম ?
দিল্লির একটি ফার্মা কোম্পানির এই আইপিওর ইস্যু সাইজ ১৮৫৬.৭৪ কোটি টাকা। বিগত ৩০ জুলাই বাজারে এসেছিল এই আইপিও। এর প্রাইসব্যান্ড রাখা হয়েছিল ৬৪৬ টাকা থেকে ৬৭৯ টাকার মধ্যে। ৫০টি ফান্ডে মোট ১.২২ কোটি শেয়ার অ্যালট করেছে এই সংস্থা। আর এর মাধ্যমে অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকে ২৯ জুলাইতেই ৮২৮.৭২ কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে Akums Drugs & Pharma। এই আইপিওর মাধ্যমে নতুন ইস্যুতে মোট ৬৮০ কোটি টাকা সংগ্রহ করবে সংস্থা এবং অফার ফর সেলের মাধ্যমে ১৮৫৬.৭৪ কোটি টাকা তুলবে এই সংস্থা। একটি লটে এই আইপিওতে রয়েছে ২২টি শেয়ার। অর্থাৎ বিনিয়োগকারীদের একবারে ২২টি শেয়ার কিনতে হবে। ফলে এই আইপিওতে বিনিয়োগে খরচ হত ১৪,৯৩৮ টাকা, কেউ চাইলে সর্বোচ্চ ১,৯৪১৯৪ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারতেন।
এই আইপিও আজ ১ অগাস্ট সাবস্ক্রিপশন বন্ধ করবে। আগামীকাল ২ অগাস্ট অ্যালটমেন্ট পাবেন এবং ৫ অগাস্ট শুক্রবার রিফান্ড ও ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার স্থানান্তর হয়ে যাবে। ৬ অগাস্ট বাজারে লিস্টিং হবে এই Akums Drugs & Pharma আইপিও। এই আইপিওর ৭৫ শতাংশ সংরক্ষিত ছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য, ১৫ শতাংশ অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এবং বাকি ১০ শতাংশ ধার্য করা ছিল খুচরো বিনিয়োগকারীদের জন্য।
খুচরো বিক্রেতারা মোট ১৫.৮ গুণ সাবস্ক্রাইব করেছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের থেকে সাবস্ক্রিপশন এসেছে ৮.২৭ গুণ এবং অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ২৬.৯১ গুণ সাবস্ক্রাইব করেছেন। আজ আইপিওর তৃতীয় দিনে বাজার বিশেষজ্ঞদের মতে গ্রে মার্কেটে ১৭০ টাকা প্রিমিয়াম চলছে এই আইপিওতে অর্থাৎ যা কিনা ২৫.০৪ শতাংশ বেশি। অর্থাৎ এই আইপিও থেকে বিনিয়োগকারীরা ২৫ শতাংশ রিটার্ন পেতে পারেন।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)