IPO News: লিস্টিংয়ে দিতে পারে বিপুল মুনাফা, এই IPO-তে বিনিয়োগ থাকবে আমির, রণবীরেরও
Xolopak India Pre IPO Funding: আমির খান, রণবীর কপূর ও করণ জোহর এই সংস্থার আইপিও (IPO Alert) আসার আগেই এখানে বিনিয়োগ করেছেন। এই সংস্থা মূলত টেকসই ডিসপোজেবল প্যাকেজিং পণ্য উৎপাদন ও সরবরাহ করে থাকে।
Xolopak India IPO: বলিউডি তারকাদের বিভিন্ন উৎস থেকে উপার্জন আসে। শুধু যে তারা ছবিতে অভিনয়ের মাধ্যমে অর্থ উপার্জন করেন, তা নয়। তাদের অনেকেরই কিছু ব্যবসা রয়েছে, বিনিয়োগ রয়েছে। সেখান থেকেও ভাল উপার্জন করেন তারা। সম্প্রতি জোলোপাক ইন্ডিয়া (Xolopak India IPO) সংস্থা আইপিও আনার জন্য বলিউডি তারকাদের কাছ থেকে কোটি কোটি টাকা ফান্ডিং (IPO News) পেয়েছে। আমির খান, রণবীর কপূর ও করণ জোহর এই সংস্থার আইপিও (IPO Alert) আসার আগেই এখানে বিনিয়োগ করেছেন। এই সংস্থার মালিক ও সিইও মূলত আকাশ আম্বানির শ্বশুর রাসেল মেহতা। বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে আমির, রণবীরদের এই বিনিয়োগের বিষয়ে তথ্য প্রকাশ করেন তিনি। শুধু তারাই নন, আইপিও আসার আগেই এই সংস্থায় বিনিয়োগ করেছেন রিভারস্টোন ক্যাপিটালের দেবানাথন, জ্যোতি কেতন কাহারিয়া ও জয়ারাম বিশ্বনাথন।
সংস্থার ব্যবসা কী
এই জোলোপাক ইন্ডিয়া সংস্থার আইপিও আনার জন্য একমাত্র মুখ্য ম্যানেজার রয়েছে বীলীন ক্যাপিটাল অ্যাডভাইজরস প্রাইভেট লিমিটেড। এই সংস্থা মূলত টেকসই ডিসপোজেবল প্যাকেজিং পণ্য উৎপাদন ও সরবরাহ করে থাকে। NSE Emerge-এ সম্প্রতি এই সংস্থার আইপিওর ড্রাফট জমা দিয়েছে। কাঠের কাটলারি সেট, চামচ, চপস্টিক ইত্যাদি উৎপাদন করে এই সংস্থা। আমূল, মাদার ডেয়ারি ও অন্যান্য ছোট ছোট সংস্থাকে এই পণ্যগুলি বিক্রি করে এই সংস্থা। সংস্থার মালিকের নাম শশাঙ্ক মিশ্র। সেবির কাছে আইপিওর ড্রাফট যে জমা দেওয়া হয়েছে তা অনুসারে জোলোপাক ইন্ডিয়া ভারতের বাজারে ৫২ লক্ষ ৮৬ হাজার টাকার শেয়ার ছাড়তে চলেছে যাদের প্রতিটির ফেসভ্যালু রয়েছে ১০ টাকা।
সংস্থার আর্থিক স্থিতি কেমন
২০২৩-২৪ অর্থবর্ষে এই সংস্থা ৩১.৪৭ কোটি টাকা উপার্জন করেছে। এক বছরে সংস্থার আয় বেড়েছে তিন গুণ। শেষ অর্থবর্ষে এই সংস্থার উপার্জন ছিল ৬.৩৬ কোটি টাকা। ২০২২-২৩ সালে জোলোপাক ইন্ডিয়ার আয় ছিল ৩.৪৮ কোটি টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: SEBI Rule: ৩৯টি স্টক ব্রোকারের রেজিস্ট্রেশন বাতিল করল সেবি, বিনিয়োগ সুরক্ষিত রাখতে কী করবেন ?