LIC IPO-র খসড়া জমা পড়ল সেবির কাছে, কী আছে ড্রাফটে ?
LIC IPO Update: রবিবার LIC IPO-র খসড়া শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা (SEBI)-র কাছে জমা দিল সরকার। মার্চেই আসতে চলেছে দেশের বৃহত্তম বিমা কোম্পানির আইপিও (IPO)।
LIC IPO Update: প্রতীক্ষা শেষ হতে চলেছে। রবিবার LIC IPO-র খসড়া শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা (SEBI)-র কাছে জমা দিল সরকার। মার্চেই আসতে চলেছে দেশের বৃহত্তম বিমা কোম্পানির আইপিও (IPO)।
LIC IPO Update: সূত্রের খবর, সেবির কাছে দাখিল করা খসড়া রেড হেরিং প্রসপেক্টাস অনুসারে, বাজারে LIC ৩১ কোটিরও বেশি ইক্যুইটি শেয়ার বিক্রি করবে। এ প্রসঙ্গে ট্যুইট করেছেন এলআইসি আইপিওর ডিআরএইচপি আজ সেবি-তে দায়ের করা হয়েছে," Department of Investment and Public Asset Management (DIPAM)-এর সচিব তুহিন
কান্ত পান্ডে। তিনি জানিয়েছেন মার্চেই আসতে চলেছে কোম্পানির আইপিও (LIC IPO)।
LIC IPO : আইপিওর একটি অংশ অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়াও LIC IPO ইস্যুর ১০ শতাংশ পর্যন্ত পলিসিহোল্ডারদের জন্য সংরক্ষিত থাকবে বলে শোনা যাচ্ছে। পরিসংখ্যান বলছে, এলআইসির মোট ২৫ কোটি পলিসিহোল্ডার রয়েছে। যেখানে দেশে ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারের সংখ্যা ৭.৫ কোটির কাছাকাছি। এরকম একটা পরিস্থিতিতে, যে সব পলিসি হোল্ডাররা এলআইসি শেয়ার কিনতে চান, তাদের ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। তাই ক্রমশ বেড়েই চলেছে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সংখ্যা। করোনার সময়ে শেয়ারবাজারে বিনিয়োগকারীর সংখ্যাও ব্যাপকভাবে বেড়েছে। রেকর্ড সংখ্যক নতুন ডিম্যাট ট্রেডিং অ্যাকাউন্ট খোলা হয়েছে।২০১৯-২০ সালে ডিম্যাট ট্রেডিং অ্যাকাউন্টের সংখ্যা ছিল মাত্র ৪.০৯ কোটি, যা ২০২০-২১ সালে ৫.৫১ কোটিতে পৌঁছেছে। গত ৩১ অক্টোবর পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৭.৩৮ কোটি।