Senco Gold IPO: আইপিও নিয়ে আসছে সেনকো গোল্ড, ৫২৫ কোটি টাকা তোলার পরিকল্পনা
Senco Gold IPO: আইপিও আনার প্রস্তুতি নিচ্ছে গয়নার কোম্পানি সেনকো গোল্ড। ইতিমধ্যেই শেয়ার বাজারে আইপিও অনুমোদনের জন্য শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা (SEBI)-তে একটি খসড়া পেপার দাখিল করেছে।
Senco Gold IPO: আইপিও আনার প্রস্তুতি নিচ্ছে গয়নার কোম্পানি সেনকো গোল্ড। ইতিমধ্যেই শেয়ার বাজারে আইপিও অনুমোদনের জন্য শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা (SEBI)-তে একটি খসড়া পেপার দাখিল করেছে। সেনকো গোল্ড আইপিওর মাধ্যমে বাজার থেকে 525 কোটি টাকা তুলতে পারে এই কোম্পানি।
Senco Gold IPO: শোনা যাচ্ছে, আইপিওতে 325 কোটি টাকার নতুন ইস্যু করা হবে। পাশাপাশি 200 কোটি টাকার অফার ফর সেলের মাধ্যমে শেয়ার বিক্রি করা হবে। বিনিয়োগকারী SAIF Partners India IV Limited কোম্পানিতে তার অংশীদারিত্ব বিক্রি করবে।
Senco Gold IPO: কোম্পানিটি এর 240 কোটি টাকা কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তার জন্য ব্যয় করবে। বাকি টাকা সাধারণ কর্পোরেট প্রয়োজনে ব্যয় করা হবে। কোম্পানিটি প্রি-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে 65 কোটি টাকা সংগ্রহ করবে। যদি প্রি-আইপিও প্লেসমেন্ট থেকে টাকা তোলা হয়, তাহলে এই পরিমাণ আইপিওর আকার থেকে কেটে নেওয়া হবে।
Senco Gold IPO: কলকাতা-ভিত্তিক সেনকো গোল্ড ও ডায়মন্ড নামে একটি রিটেইল শোরুম চালায়। কোম্পানির বেশিরভাগ শোরুম পূর্বের রাজ্যগুলিতে রয়েছে। কোম্পানির প্রধান ব্যবস্থাপক হল IIFL সিকিউরিটিজ, অ্যাম্বিট ক্যাপিটাল এবং SBI ক্যাপিটাল মার্কেটস। কোম্পানির শেয়ার বিএসই ও এনএসইতে তালিকাভুক্ত হবে।
Senco Gold IPO: কোম্পানির আর্থিক ফলাফলের দিকে তাকালে দেখা যাবে, 31 মার্চ 2021 তারিখে কোম্পানির আয় 9.92 শতাংশ বেড়ে 2660 কোটি টাকা হয়েছে। একই সময়ে, 30 নভেম্বর 2021 পর্যন্ত, 2021-22 এর 8 মাসে, কোম্পানির আয় হয়েছে 2467 কোটি টাকা। এই কোম্পানি 100 কোটি টাকা লাভ করেছে। সেনকো গোল্ডের মোট 127টি শোরুম রয়েছে। সম্প্রতি রাশিয়া-ইউক্রেনের পরিস্থিতির জেরে নিচে নেমেছিল নিফটি, সেনসেক্স। তবে এখন পরিস্থিতি অনকটাই স্বাভাবিকের দিকে। সেখানে দাঁড়িয়ে নতুন করে LIC IPO আনার কথা ভাবছে অর্থমন্ত্র্ক। শীঘ্র্ই দেখা যেতে পারে এই আইপিও।
আরও পড়ুন : Post Office Scheme: ১ টাকার কয়েন নিয়ে সমস্যা ! সমাধান পেতে করুন এই কাজ