ITR Filing: বেড়েছে সময়সীমা, এবার দেরিতে ITR জমা করলে রিফান্ডের টাকায় ৩৩ শতাংশ বেশি সুদ দেবে সরকার ?
ITR Filing 2025: আপনি আগাম টিডিএসের মাধ্যমে বেশি ট্যাক্স জমা করে থাকেন, বা অগ্রিম ট্যাক্স দিয়ে থাকেন কিংবা আপনার বরাদ্দ কর-মূল্যের থেকে বেশি টাকা জমা করে থাকেন, তাহলে আপনি নিশ্চিতভাবে রিফান্ড পাবেন।

Income Tax: সম্প্রতি ভারতের আয়কর বিভাগের পক্ষ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য আয়কর জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। সাধারণত প্রতি অর্থবর্ষেই ৩১ জুলাই পর্যন্ত এই আয়কর জমা দেওয়ার শেষ দিন থাকে। তবে এবার আয়কর বিভাগের (ITR Filing) পক্ষ থেকে এই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এর ফলে বহু মানুষেরই উপকার হয়েছে, সুরাহা পেয়েছেন বহু করদাতা। আর এই দেরির কারণে অনেকেই (Income Tax) আশা করছেন যে তাদের প্রাপ্য রিফান্ডের উপরে এবার অনেক বেশি মাত্রায় সুদ যুক্ত হবে। অনেকেই আয়কর বিভাগকে আগাম এই বাড়তি সুদ দেওয়ার জন্য ধন্যবাদ দিয়েছেন।
কেন বাড়বে রিফান্ডের টাকা
যদি আপনি আগাম টিডিএসের মাধ্যমে বেশি ট্যাক্স জমা করে থাকেন, বা অগ্রিম ট্যাক্স দিয়ে থাকেন কিংবা আপনার বরাদ্দ কর-মূল্যের থেকে বেশি টাকা জমা করে থাকেন, তাহলে আপনি নিশ্চিতভাবে রিফান্ড পাবেন। আয়কর আইনের ২৪৪এ ধারা অনুযায়ী আয়কর বিভাগ অতিরিক্ত কর সংগ্রহ করে থাকলে তা ফেরত দেওয়ার সময় পর্যন্ত মাসিক ০.৫ শতাংশ হারে সুদ দিয়ে থাকে।
এই সুদের হার ধার্য হয়ে থাকে অ্যাসেসমেন্ট ইয়ারের ১ এপ্রিল থেকে এবং যতক্ষণ না পর্যন্ত রিফান্ড ইস্যু করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধার্য হতে থাকে। আর যেহেতু আইটিআর জমা দেওয়ার শেষ দিন ১.৫ মাস পিছিয়ে দেওয়া হয়েছে, আর যদি আপনার রিফান্ড অক্টোবর মাসে প্রসেস করা হয়, তাহলে আপনি অতিরিক্ত ২ মাসের সুদ পাবেন রিফান্ডের উপরে।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুরেশ সুরানার মতে, ২০২৪-২৫ অর্থবর্ষের আয়কর রিটার্ন ফাইল জমা করার শেষ দিন ৩১ জুলাইয়ের বদলে বাড়িয়ে করা হয়েছে ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। আর এই কারণে করদাতারা ৩৩ শতাংশ বেশি সুদ পাবেন তাদের রিফান্ডের উপরে। যদি তাদের রিফান্ড অক্টোবর মাসের মধ্যেই প্রসেস হয় তাহলে এই অতিরিক্ত সুদ পাবেন করদাতারা। কারণ আয়কর আইনের ২৪৪এ ধারায় রিফান্ডের টাকার উপরে মাসিক ০.৫ শতাংশ অর্থাৎ বছরে ৬ শতাংশ হারে সুদ দেয় সরকার। সময়সীমা ২ মাস বাড়ার কারণে এই বাড়তি দুই মাসের সুদও পাওয়া যাবে রিফান্ডের সঙ্গে।
অতিরিক্ত সুদ করের আওতায় পড়ে
তবে মনে রাখতে হবে আপনার ট্যাক্স রিফান্ডের উপর যে সুদ দেয় সরকার আয়কর আইনের আওতায় অন্য সূত্র থেকে আয়ের হিসেবে করযোগ্য বলে বিবেচিত হবে।






















