LIC HDFC AMC Deal: এইচডিএফসি এএমসি-তে শেয়ার বাড়াল এলআইসি, ৪,০০০ কোটি টাকার বেশি শেয়ার ক্রয় !
HDFC AMC: এইচডিএফসি এএমসি শেয়ারের জন্য দারুণ খবর। এইচডিএফসি এএমসি-তে অংশীদারিত্ব বাড়াল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ।
HDFC AMC: এইচডিএফসি এএমসি শেয়ারের জন্য দারুণ খবর। এইচডিএফসি এএমসি-তে অংশীদারিত্ব বাড়াল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া । খোলা বাজারে লেনদেনের মাধ্যমে এই শেয়ার কিনল HDFC AMC-এর শেয়ার। উভয় কোম্পানির পক্ষ থেকেই এক্সচেঞ্জগুলিকে এই লেনদেনের তথ্য দেওয়া হয়েছে।
LIC অতিরিক্ত 43.27 লক্ষ ইক্যুইটি শেয়ার বা HDFC অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির 2.03 শতাংশ শেয়ার কিনেছে। কোম্পানি জানিয়েছে, এই শেয়ার 30 মার্চ 2022 ও 14 ডিসেম্বর 2022 এর মধ্যে LIC কিনেছে। এর আগে এইচডিএফসি এএমসি-তে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ার ছিল 7.024 শতাংশ।
LIC-র কত শেয়ার আছে ?
এখন এই চুক্তির পর এইচডিএফসি এএমসি-তে এলআইসি-র শেয়ার বেড়ে দাঁড়িয়েছে 9.053 শতাংশ, যা আগে ছিল 7.024 শতাংশ। এলআইসি এইচডিএফসি এএমসির 1.93 কোটি শেয়ার পেয়েছে। যদি 15 অক্টোবর বন্ধ হওয়া বাজারে শেয়ারের দাম হয়, তাহলে LIC-এর কাছে HDFC AMC-এর 4,359.4 কোটি টাকার শেয়ার রয়েছে।
LIC HDFC AMC Deal: কী তথ্য দিয়েছে বিমা কোম্পানি
এলআইসি বিএসই ফাইলিংয়ে বলেছে, এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে কর্পোরেশনের শেয়ারহোল্ডিং 1.49 কোটি শেয়ার থেকে 1.93 কোটি শেয়ারে উন্নীত হয়েছে। যা ওই কোম্পানির পুরনো মূলধনের 7.024 শতাংশ থেকে 9.053 শতাংশে বেড়েছে। বিমা কোম্পানি আরও জানিয়েছে, 2.029 শতাংশ শেয়ারের গড় ক্রয় খরচ হয়েছে 1,954.24 টাকা।
এলআইসি ও এইচডিএফসি শেয়ারের পতন
ভারতীয় শেয়ার বাজারের সাম্প্রতিক অতীত বলছে, বড় কোম্পানি হলেও এলআইসি ও এইচডিএফসি এএমসি শেয়ারে অনেকটাই পতন ঘটেছে। আশানুরূপ ফল করেনি এই দুই কোম্পানির শেয়ার। দুই শেয়ারের ফলে অনেকটাই আশাহত হয়েছেন বিনিয়োগকারীরা। এবার এলআইসি-এইচডিএফসি এএমসি শেয়ারে বিনিয়োগ করায় নতুন করে আশা দেখছেন শেয়ারহোল্ডাররা।
FD Interest: সম্প্রতি রিজার্ভ ব্য়াঙ্ক রেপো রেট বৃদ্ধির পরই ফের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল HDFC Bank। বর্তমানে ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের (FD) সুদের হার বাড়িয়েছে ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক। এই নতুন হার ১৪ ডিসেম্বর থেকে কার্যকর করা হয়েছে। আপাপত ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে মেয়াদে সাধারণ জনগণের জন্য ৩ শতাংশ থেকে ৭ শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশের মধ্যে সুদ দেবে এই ব্যাঙ্ক।