Share Market: আমেরিকার কর্মসংস্থানের 'আতঙ্কের প্রভাব' পড়ল ভারতের বাজারে ! ফ্ল্যাট বন্ধ হল নিফটি-সেনসেক্স
Stock Market: আমেরিকার বাজারের আতঙ্ক জারি রইল ভারতের বাজারে। মার্কিন মুলুকে কর্মী নিয়োগের দিকে তাকিয়ে বিনিয়োগে ভরসা পেল না দালাল স্ট্রিট।
Stock Market: আমেরিকার বাজারের আতঙ্ক জারি রইল ভারতের বাজারে। মার্কিন মুলুকে কর্মী নিয়োগের দিকে তাকিয়ে বিনিয়োগে ভরসা পেল না দালাল স্ট্রিট। ফলত, সেভাবে উত্থান দেখা গেল না, শেয়ার বাজারের সূচকে।
Share Market Update: চিন্তায় রয়েছে মার্কিন বিনিয়োগকারীরা
মার্কিন ফেড বা কেন্দ্রীয় ব্যাঙ্ক আগেই জানিয়েছিল, দেশের মুদ্রাস্ফীতি কমাতে কড়া পদক্ষেপের পথে হাঁটছে জো বাইডেনের সরকার। ৯ শতাংশ থেকে ২ শতাংশ পর্যন্ত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ফেড রেট বৃদ্ধি জারি থাকবে বলে জানিয়েছিল হোয়াইট হাউস। সেই অনুযায়ী মার্কিন শেয়ার বাজার ডাও জোনসে অনবরত পতন দেখা যাচ্ছিল কয়েকদিন ধরে। সেই কারণে পড়ছিল ভারতের বাজার। সবার নজর ছিল মার্কিন মুলুকের কর্মসংস্থান বা 'জব ডেটা'র দিকে। শুক্রবার সপ্তাহ শেষে জব ডেটার আতঙ্কে তাই ফ্ল্যাট বন্ধ হয়েছে নিফটি , সেনসেক্স।
Stock Market: সপ্তাহ শেষে কী ফল দেখিয়েছে নিফটি ?
আমেরিকার অর্থনীতিবিদরাও তাকিয়ে রয়েছে এই তথ্যের দিকে। কারণ 'জব ডেটা' ভাল এলে রেট বাড়াতে দ্বিধা বোধ করবে না ফেড ব্যাঙ্ক। সেই ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি পাবে মার্কিন অর্থনীতি। শুক্রবার তাই ভারতের বাজারে ঝুকিঁর পথে হাঁটেনি বিনিয়োগকারীরা। সেনসেক্স ৩৭ পয়েন্ট বেড়ে ৫৮,৮০৩.৩৩ পয়েন্টে বন্ধ হয়েছে। সেখানে নিফটি ৫০-র দৌড় থেমেছে মাত্র ৩ পয়েন্ট কমে ১৭,৫৩৯.৪৫-এ। মিড ও স্মলক্যাপের সূচকগুলিও মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। যেখানে বিএসই মিডক্যাপ সূচক ০.৩৫ শতাংশ কমেছে। স্মলক্যাপ সূচকটি বেড়েছে ০.০৪ শতাংশ ।
সপ্তাহ শেষে দেখা গিয়েছে, আইটিসি, এইচডিএফসি ও লারসেন অ্যান্ড টুব্রোর শেয়ারগুলি সেনসেক্স সূচকে সেরা 'প্রফিট গেনার' হয়েছে। যেখানে দর নেমেছে মারুতি সুজুকি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারগুলির। সেক্টরাল সূচকগুলির মধ্যে, BSE ক্যাপিটাল গুডস এক শতাংশের বেশি বেড়েছে।যদিও তেল, গ্যাস, ধাতু ও শক্তির সূচকগুলি প্রায় এক শতাংশ কমেছে। মনে রাখা উচিত, শুক্রবার অপরিশোধিত তেলের দাম বেড়েছে। তবে ব্যারেল প্রতি ৯৫ ডলারের নিচে ছিল দাম। ভারতীয় রুপি ২৫ পয়সা কমে প্রতি ডলার ৭৯.৮০-তে বন্ধ হয়েছে।
Share Market Update: বাজার নিয়ন্ত্রণ করবে তেলের দাম
এ প্রসঙ্গে জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রিসার্চের প্রধান বিনোদ নায়ার বলেছেন, "মার্কেট আজ একটি দৃঢ় দিকনির্দেশের জন্য লড়াই করছে। কারণ মার্কিন চাকরির তথ্য প্রকাশের আগে বিশ্বব্যাপী বাজারগুলি মূলত বিক্রির চাপের মধ্যে ছিল, যা ফেডের রেট ঘোষণা ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।" নায়ার আরও জানান, 'ওপেক' গোষ্ঠীভুক্ত দেশগুলি তেলের দাম নিয়ে আলোচনায় বসবে। তাই তার আগে বাড়ছে তেলের দর। যদিও বিশ্ব অর্থনীতির দুর্বল বৃদ্ধি চিন্তায় রাখছে সবাইকে। আমেরিকায় ক্রমবর্ধমান ডলার সূচক ও মার্কিন বন্ডের ইল্ড বৃদ্ধি আগামী দিনে ব্যাপক প্রভাব ফেলতে পারে বাজারে।আগামীদিনে আরও অস্থিরতা দেখা যেতে পারে মার্কিন বাজারে।
Stock Market: ভারতের বাজারের অবস্থা
বর্তমানে নিফটি একটি পরিসরে লেনদেন করছে। প্রায় ১৭,৪৫০-এর একটি ভাল ভিত তৈরি করেছে। চয়েস ব্রোকিং-এর সিনিয়র টেকনিক্যাল অ্যানালিস্ট পলক কোঠারি যেমন উল্লেখ করেছেন, সূচকটি ২১-HMA এর পাশাপাশি একটি ঘণ্টার চার্টে বলিংগারের নিম্ন ব্যান্ড থেকে সাপোর্ট নিয়েছে। এই চার্ট দেখায়, শীঘ্রই নিফটিকে শক্তি জোগাবে বুলসরা। ওপরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে নিফটি।
দেশের বাজারের এই অবস্থা নিয়ে পলক বলেন, "ওআই (ওপেন ইন্টারেস্ট) ডেটাতে, সর্বোচ্চ কল ওপেন ইন্টারেস্ট ১৭,৮০০ স্ট্রাইকে দেখা গেছে। তারপরে ১৭,৭০০ স্ট্রাইক হয়েছে, যেখানে পুট সাইডে, সর্বোচ্চ ওপেন ইন্টারেস্ট ১৭,৩০০ স্ট্রাইকে দেখা গেছে। মোমেন্টাম ইন্ডিকেটর স্টকাস্টিক ওভারসোল্ড জোন থেকে বাউন্স হয়েছে। যা একটি ডেলি চার্টে ইতিবাচক লেনদেনের লক্ষণ। এখানে নিফটির জন্য সাপোর্ট প্রায় ১৭,৪৫০ স্তরে সরে গিয়েছে। তবে মনে রাখতে হবে, ১৭,৭৭০ পয়েন্টের ওপরে নিফটি গেলে একটি তাত্ক্ষণিক বাধা আসতে পারে।"