Celerio vs Tiago CNG: সিএনজি যুদ্ধে মুখোমুখি সেলেরিও-টিয়াগো ! কার ওপর ভরসা রাখবেন আপনি ?
Celerio vs Tiago CNG:সম্প্রতি দেশবাসীর এই চাহিদার কথা মাথায় রেখে লঞ্চ হয়েছে দুই সিএনজি কার। মারুতি সেলেরিওর(Maruti Celerio CNG)পাশাপাশি দেশের রাস্তায় দেখা যাবে টাটা টিয়াগো সিএনজি(Tata Tiago CNG)।
Maruti Celerio vs Tata Tiago CNG: মধ্যবিত্তের হাত পোড়াচ্ছে পেট্রল। ১০ লাখের মধ্যে ডিজেল গাড়ি না থাকায় এবার সিএনজির দিকে ঝুঁকছে দেশ। সম্প্রতি দেশবাসীর এই চাহিদার কথা মাথায় রেখে লঞ্চ হয়েছে দুই সিএনজি কার। মারুতি সেলেরিওর(Maruti Celerio CNG)পাশাপাশি দেশের রাস্তায় দেখা যাবে টাটা টিয়াগো সিএনজি(Tata Tiago CNG)।
দেখে নিন কোথায় আলাদা এই দুই গাড়ি।
Celerio vs Tiago CNG: দুই গাড়ির মাইলেজ সিএনজি গাড়ির দিকে তাকালে এই বিষয়টাই সবার কাছে আগে বিবেচ্য হয়। এই ক্ষেত্রে উভয়ই মাইলেজের বিষয়ে যথেষ্ট দক্ষ। তবে সিএনজির মাইলেজে এগিয়ে রয়েছে Celerio। যার ARAI মাইলেজ 35.60 km/kg। যেখানে Tiago CNG-এর মাইলেজ 26 km/kg।
Celerio vs Tiago CNG: দুই গাড়ির পাওয়ারে পার্থক্য Tiago-তে রয়েছে একটি 1.2l ইঞ্জিনের সাথে 73bhp ও 95Nm টর্ক। Celerio CNG 57bhp পাওয়ার ও 82Nm টর্ক তৈরি করে। দুটি গাড়িতেই 5স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স রয়েছে। গাড়ির ওজন বেড়ে গেলেও, Tiago-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 168 এমএম। একটা বিষয় মাথায় রাখতে হবে, সিএনজি ভ্যারিয়েন্ট পাওয়ার পর পেট্রোল ইঞ্জিন সংস্করণের তুলনায় উভয় গাড়িরই শক্তি কমে গেছে।
Celerio vs Tiago CNG: কার ফিচার বেশি? নির্দিষ্টভাবে সিএনজি মডেল হওয়ায় টিয়াগোতে গাড়ি সিএনজি মোডে চালু করা যায়। যা অন্য কোনও সিএনজি গাড়ি অফার করে না। এছাড়াও Tiago সব ভ্যারিয়েন্টেই সিএনজি মডেল এনেছে। সেখানে Celerio-র কেবল VXiট্রিমেই পাওয়া যায়।টিয়াগো সিএনজি XE, XM, XT, XZ+ ভ্য়ারিয়েন্টে পাওয়া যায়। এতে প্রজেক্টর হেডল্যাম্প, LED DRLs, টাচস্ক্রিন, ডিজিটাল ক্লাস্টার ইত্যাদির মতো বৈশিষ্ট্যগুলি রয়েছে। Tiago CNG-তে সিঙ্গল অ্যাডভান্স ECU ও জ্বালানি বদলানোর জন্য অটো সুইচওভারের সুবিধা দেওয়া হয়েছে।
Tiago CNG-র দাম 6.09 লক্ষ টাকা থেকে শুরু। যেখানে টপ-এন্ড মডেলের দাম 7.5 লক্ষ টাকা। সেলেরিও সিএনজির দাম 6.58 লক্ষ টাকা। সামগ্রিকভাবে Tiago CNG স্পষ্টতই বেশি অপশনের সঙ্গে আরও প্রিমিয়াম ও অতিরিক্ত বৈশিষ্ট্য দেয়। তবে সেলেরিওর মাইলেজ বেশি।সিএনজির পরিসরে এতদিন মারুতি ও হুন্ডাই গাড়ি বের করত। এখন সেই তালিকায় নাম লেখাল টাটা। স্বাভাবিকভাবেই সিএনজি গাড়িতে বেশি অপশন তৈরি হওয়ায় এতে উপকৃত হবেন ক্রেতা।