Maruti Suzuki Discount: মারুতির গাড়িতে দারুণ অফার ! বড় ছাড় এই মডেলগুলিতে
Auto News: উৎসবের আগেই এবার মারুতি সুজুকির গাড়িতে পাবেন বড় ছাড়। তবে সব মডেলে পাবেন না এই সুবিধা।
Auto News: উৎসবের আগেই এবার মারুতি সুজুকির গাড়িতে পাবেন বড় ছাড়। তবে সব মডেলে পাবেন না এই সুবিধা। জেনে নিন, কী অফার দিচ্ছে মারুতি ?
Maruti Cars: কত দিন থাকছে ছাড়ের সুযোগ
ভারতের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারক Maruti Suzuki গ্রাহকদের মে মাসে তার সবচেয়ে সস্তা গাড়ি Alto K10-তে বিশাল ছাড় দিয়ে উপহার দিচ্ছে৷ এর পাশাপাশি কোম্পানির আরও কিছু জনপ্রিয় মডেলের ওপরও কিছু ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে। মারুতি অল্টো বর্তমানে দেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের গাড়ি। এই মডেলেই সর্বোচ্চ ছাড় পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি, Maruti Suzuki Dzire ও Maruti Suzuki WagonR-এর কেনাকাটায় গ্রাহকদের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
Auto News: ডিসকাউন্ট কত ?
মিডিয়া রিপোর্ট বলছে, মারুতি সুজুকি গ্রাহকদের 2023 সালের মে মাসে তার সবচেয়ে সস্তা হ্যাচব্যাক গাড়ি, Alto K10 কেনার উপর 59,000 টাকা ছাড় দিচ্ছে৷ এই অফারে 40 হাজার টাকার উপভোক্তা ডিসকাউন্ট, 15 হাজার টাকার বিনিময় ছাড় রয়েছে৷ এ ছাড়াও 4 হাজার টাকা বিশেষ কর্পোরেট ডিসকাউন্ট পাবেন।
Maruti Suzuki Discount: কত মূল্য গাড়ির ?
বর্তমানে, Alto K10 এর প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য 3.99 লক্ষ টাকা। Alto 800 বিক্রি করা হলেও, এটি শুধুমাত্র স্টক থাকা পর্যন্ত বিক্রি করা হবে, কারণ নতুন BS6 ফেজ 2 নিয়মের কারণে Maruti তার Alto 800-এর উৎপাদন বন্ধ করে দিয়েছে। এখন কোম্পানিটি শেষ পর্যন্ত শুধুমাত্র অবশিষ্ট স্টক বিক্রি করছে।
Auto News: অফার অন্যান্য গাড়িতেও পাওয়া যাচ্ছে
মারুতি সুজুকি এই মাসে আরেকটি হ্যাচব্যাক S-Presso-তে গ্রাহকদের 30 থেকে 35 হাজার টাকা ছাড় দিচ্ছে। একই সময়ে কোম্পানি চলতি মাসে তার WagonR ক্রয়ের উপর 30 হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। যেখানে Maruti Suzuki Dzire 30 থেকে 35 হাজার টাকা ছাড় পাবেন ক্রেতা।
Bike News: জল্পনা শেষ হতে চলেছে। ভারতে তিনটি নতুন বাইক নিয়ে আসতে চলেছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। শীঘ্রই রাস্তায় দেখা যেতে পারে এই বাইকগুলি।
Hero MotoCorp : কোন তিন বাইক আনছে হিরো ?
সম্প্রতি হিরো মোটোকর্প তার এন্ট্রি লেভেলের গাড়ির কারণে দেশে বেশি জনপ্রিয়। কোম্পানি সম্প্রতি Vida সাব-ব্র্যান্ডের অধীনে তার প্রথম স্কুটার নিয়ে বৈদ্যুতিক বিভাগে প্রবেশ করেছে কোম্পানি। আরও শক্তিশালী বাইকের ক্রমবর্ধমান চাহিদার কারণে Hero MotoCorp এখন 200cc-400cc সেগমেন্টে বেশ কিছু নতুন মোটরসাইকেল লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন : Hero Motorcycles: হিরো নিয়ে আসছে ৩টি নতুন বাইক, কোনটি আপনার জন্য ঠিক ?