Insurance: টাকার চিন্তা করতে হবে না রোগীর পরিবারকে! দেশের যেকোনও হাসাপাতালে ক্যাশলেস পরিষেবা নিয়ে ভাবনা
Cashless Settlement: আগামী দিনে দেশের যেকোনেও হাসাপাতালে (Hospital) পাওয়া যেতে পারে ক্যাশলেস স্বাস্থ্য় পরিষেবা (Cashless Treatment)।
Cashless Settlement: বাড়ির লোক অসুস্থ হলে ভাবতে হবে না টাকার (Money) বিষয়ে। কেবল স্বাস্থ্যবিমা (Health Insurance) থাকলেই হয়ে যাবে কাজ। আগামী দিনে দেশের যেকোনেও হাসাপাতালে (Hospital) পাওয়া যেতে পারে ক্যাশলেস স্বাস্থ্য় পরিষেবা (Cashless Treatment)। এবার সেই পরিকল্পনাই করছে মোদি সরকার।
দেশের বর্তমান স্বাস্থ্য়খাতের পরিসংখ্যান বলছে, কোভিডের পর চিকিৎসা বিমার গুরুত্ব বেড়েছে। এখন মানুষ সচেতন হয়েছে। এই মুহুর্তে বিমা করেও একটি বড় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে রোগীর পরিবারকে। এখনও অনেক হাসপাতালই ক্যাশলেস নিষ্পত্তির সুবিধা নেই। বিমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এখন জনসাধারণকে এই সমস্যা থেকে মুক্তির পরিকল্পনা করছে। IRDAI-এর নতুন প্রকল্প বাস্তবায়িত হলে, সমগ্র দেশে ১০০ শতাংশ নগদহীন নিষ্পত্তি নিশ্চিত করা সহজ হবে।
আইআরডিএ এই কমিটিকে কাজ দিয়েছে
একটি রিপোর্ট অনুসারে, বিমা নিয়ন্ত্রক IRDAI (Insurance Regulatory and Development Authority of India) সারা দেশের হাসপাতালে নগদহীন চিকিৎসা বিমা নিষ্পত্তির সুবিধা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর জন্য নিয়ন্ত্রক হাসপাতালগুলির কমন এমপ্যানেলমেন্ট প্রক্রিয়া এবং ১০০ শতাংশ ক্যাশলেস কমিটিকে একটি প্রতিবেদন তৈরি করতে বলেছে। কমিটিকে ব্যাখ্যা করতে হবে কীভাবে সারা দেশের হাসপাতালে নগদবিহীন নিষ্পত্তি কার্যকর করা যায়।
৪০ কোটি মানুষ উপকৃত হবে
বর্তমানে ভারতে চিকিৎসা বিমাধারক লোকের সংখ্যা প্রায় ৪০ কোটি। যদি IRDAI-এর নতুন স্কিম অনুমোদিত ও বাস্তবায়িত হয়, তাহলে এই ৪০ কোটি মানুষ চিকিৎসা বিমা কেনার বিশাল সুবিধা পাবেন। এছাড়াও IRDA-এর এই ব্যবস্থা দেশে চিকিৎসা বিমার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়াতে পারে, যা সামগ্রিক বিমা ক্ষেত্রকে উপকৃত করবে।
এখন অনেক হাসপাতাল সুবিধা দিচ্ছে
বর্তমানে দেশের মাত্র ৪৯ শতাংশ হাসপাতাল নগদবিহীন বা ক্যাশলেস নিষ্পত্তির সুবিধা দিয়ে থাকে। এমন হাসপাতালের সংখ্যা প্রায় ২৫ হাজার। এটি ভারতের সব হাসপাতালগুলিকে ক্যাশলেস পরিষেবা দেয় না। এই পরিসংখ্যানটি সেই সব হাসপাতালের যা চিকিৎসা বিমা প্যানেলের অংশ।
ক্যাশলেস সুবিধা কী ?
প্রকৃতপক্ষে, যারা চিকিৎসা বিমা পান তারা বর্তমানে দুটি উপায়ে কভারেজ পান। নগদহীন নিষ্পত্তির ক্ষেত্রে, বিমা কোম্পানি সরাসরি হাসপাতালে টাকা দিয়ে থাকে। যেখানে এই সুবিধা পাওয়া যায় না, সেখানে পলিসি হোল্ডারকে প্রথমে হাসপাতালের বিল নিজেই পরিশোধ করতে হয়। পরে বিমা কোম্পানি পলিসি হোল্ডারকে চুক্তি অনুযায়ী টাকা দিয়ে থাকে। এই ধরনের সিস্টেমে গ্রাহকরা প্রায়ই সমস্যার সম্মুখীন হন। এমন কিছু ঘটনাও আছে যখন মানুষ বিমা করার পরেও সঠিক হাসপাতালে যেতে পারে না, কারণ তাদের নগদ অর্থ প্রদানের ব্যবস্থা নেই। IRDA এখন এটি ঠিক করার চেষ্টা করছে৷
এ ধরনের সংঘাত দূর হবে
এ ধরনের ঘটনাও বহুবার প্রকাশ্যে এসেছে, যেখানে হাসপাতাল ও বিমা কোম্পানির মধ্যে নিষ্পত্তি নিয়ে বিরোধ দেখা দিয়েছে। আইআরডিএ-র নতুন ব্যবস্থাও এই ধরনের সংঘাত দূর করবে।
Canada-India Relation: ভারত-কানাডা সম্পর্কের প্রভাব পড়তে পারে এই স্টকগুলিতে, জেনে নিন নাম