Mercedes Benz EQS: দুর্দান্ত লুকের সঙ্গে দমদার পারফরম্যান্স ! ভারতে তৈরি হবে মার্সিডিজের এই গাড়ি
Mercedes Benz EQS : একের পর এক কোম্পানি ভারতে গাড়ির এসেম্বল শুরু করায় চিন্তা বাড়ছিল মার্সিডিজের। গাড়ির উৎপাদন খরচ কমাতে এবার ভারতেই তাদের নতুন বৈদ্যুতিক গাড়ি তৈরি করবে মার্সিডিজ বেঞ্জ
Mercedes-Benz Update: গাড়ির উৎপাদন খরচ কমাতে এবার ভারতেই তাদের নতুন বৈদ্যুতিক গাড়ি তৈরি করবে মার্সিডিজ বেঞ্জ(Mercedes-Benz)। জার্মান গাড়ি প্রস্তুতকারক সংস্থা তাদের EQS মডেল স্থানীয় কারখানাতেই তৈরি করবে। মূলত, অন্যান্য কোম্পানির সঙ্গে দামের প্রতিযোগিতায় পাল্লা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।
Mercedes Benz EQS electric car: একের পর এক কোম্পানি ভারতে গাড়ির এসেম্বল শুরু করায় চিন্তা বাড়ছিল মার্সিডিজের। স্থানীয় কারখানায় তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই গাড়ির উৎপাদন খরচ কম হচ্ছিল অন্যদের। ইলেকট্রিক গাড়ির বাজার ধরতে তাই অনেকটাই এগিয়ে যাচ্ছিল প্রতিযোগীরা। এবার সেই কারণেই এই সিদ্ধান্তের পথে হাঁটতে হয়েছে মার্সিডিজকে। এতদিন CBU-র রাস্তায় ভারতে তাদের গাড়ি বিক্রি করত এই বিলাসবহুল গাড়ি নির্মাতা।
Mercedes Benz EQS : অনেকেই কোম্পানির ফ্ল্যাগশিপ মডেল 's' ক্লাসের ইলেকট্রিক ভার্সন বলছে এই EQS-কে। যদিও ছবি বলছে, একেবারে অন্য কথা। এক ঝলকে দেখেই বোঝা যাবে এটি কোম্পানির বিলাসবহুল 's' ক্লাস সেডান নয়। Mercedes-EQ-এর সঙ্গে 's' ক্লাসের ব্যাজিং দেওয়ায় এই ধারণা হতে পারে যেকোনও মার্সিডিজ গুণগ্রাহীর।
Mercedes Benz EQS: কত রেঞ্জ দেবে গাড়ি ?
কোম্পানি দাবি করছে, 770 কিমি (WLTP) রেঞ্জ দেবে এই বিলাসবহুল সেডান। সঙ্গে পাওয়া যাবে 385 kW-এর শক্তি। সংস্থার দাবি, এই সেগমেন্টে সবথেকে বেশি রেঞ্জ দেবে Mercedes Benz EQS। MBUX Hyperscreen দেওয়া হয়ছে মার্সিডিজের এই গাড়িতে। যেখানে একসঙ্গে তিনটে স্ক্রিন জুড়ে দিয়েছে কোম্পানি।
Maybach S-Class: এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, তাদের লাক্সারি Maybach S-Class-এর প্রোডাকশনও ভারতেই করতে পারে কোম্পানি। বর্তমানে Maybach GLS SUV মার্সিডিজের একটা বড় সাফল্যের নাম। এই বছরই নতুন জেনারেশনের C-Class আনতে পারে কোম্পানি। গাড়ি বিক্রির সংখ্যা বলছে, ভারতে বিলাসবহুল গাড়ির বিক্রিতে টানা ৭ বছর তাদের ধারাবাহিকতা বজায় রেখেছে কোম্পানি। যেখানে ২০২১ সালে ১১,২৪২ কোম্পানির পুরো গাড়ি বিক্রির সংখ্যা।২০২০ সালে এই সংখ্যাটা ছিল ৭৮৯৩।
মার্সিডিজের সেরা গাড়ির তালিকায় নতুন এ-ক্লাস লিমোজিন, ই-ক্লাস LWB ছাড়াও S-ক্লাস লাক্সারি সেডান রয়েছে। পাশাপাশি নতুন GLA, GLC, GLE ও GLS SUVগুলির ক্রমশই জনপ্রিয়তা বাড়ছে। বর্তমানে ই-ক্লাস কোম্পানির সবচেয়ে বেশি বিক্রিত গাড়ি। GLC হল তাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া SUV।