MG Astor Update : ৫০০-র বেশি গাড়ি ডেলিভারি, কেন চাহিদা বাড়ছে অ্যাস্টরের ?
MG Astor Delivers: ধনতেরাস উপলক্ষে গাড়ির ৫০০-র বেশি ইউনিট সরবরাহ করেছে কোম্পানি। চিপের ঘাটতি না থাকলে সংখ্যাটি আরও বেশি হতে পারত।
সোমনাথ চট্টোপাধ্যায়
নয়াদিল্লি: দেশের বাজারে সম্প্রতি ৯.৭৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) প্রাইসে লঞ্চ করা হয়েছে এই কমপ্যাক্ট SUV (MG Astor)। প্রথম থেকেই গাড়ির বিষয়ে কৌতূহল ছিল ক্রেতাদের। যার ফলস্বরূপ বুকিং শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায় প্রথম ব্যাচের গাড়ি।
MG Astor-এর পরিকল্পনা: ধনতেরাস উপলক্ষে গাড়ির ৫০০-র বেশি ইউনিট সরবরাহ করেছে কোম্পানি। চিপের ঘাটতি না থাকলে সংখ্যাটি আরও বেশি হতে পারত। আপাতত সেই কারণেই গাড়ি প্রস্তুতকারকদের 'সেলস ফিগার'কে প্রভাবিত করছে এই ঘাটতি। কোম্পানির পরিকল্পনা, ২০২১-এর ডিসেম্বরের মধ্যে ৪০০০ থেকে ৫০০০ ইউনিট সরবরাহ করা হবে এই গাড়ির।
MG Astor SUV-র ইঞ্জিন অপশন: এই গাড়িতে দুটি পেট্রোল ইঞ্জিন অপশন রয়েছে। এন্ট্রি লেভেল মডেলটিতে রয়েছে ১.৫ লিটার পেট্রোল 108bhp/144Nm আছে অপশন। আরও শক্তিশালী ১.৩ লিটার টার্বো পেট্রোলে রয়েছে ১৩৮bhp ও ২২০নিউটন মিটার টর্ক। ১.৩ লিটার টার্বো পেট্রোল ইউনিটে ৬-স্পিড টর্ক কনভার্টার স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টেই পাওয়া যায়। অন্যদিকে, ১.৫ লিটার পেট্রোলে ম্যানুয়াল গিয়ারবক্স অথবা CVT অটোমেটিকের অপশন রয়েছে।MG Astor-এ রয়েছে নয়টি ভ্যারিয়েন্ট ও পাঁচটি রঙের অপশন।
MG Astor SUV-র বৈশিষ্ট্য: গাড়ির বৈশিষ্ট্যের তালিকায় AI অ্যাসিস্ট্যান্ট ও অটোমেটেড (লেভেল ২) প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে। গাড়িতে রয়েছে ১০.১ ইঞ্চি টাচস্ক্রিন, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এয়ার পিউরিফায়ার, প্যানোরামিক সানরুফ, ১৭ ইঞ্চি অ্যালয় হুইল। এছাড়াও পাবেন কানেকটেড কার টেকনোলজি। যাতে রয়েছে সাবক্রিপশন অপশন। MG Astor-এ একটি 'ডিজিটাল কি' রয়েছে। যার মাধ্যমে আপনি ব্লুটুথ ব্যবহার করে 'ফিজিক্যাল কি' ছাড়াই গাড়ি স্টার্ট করতে পারবেন। 'ফিজিক্যাল কি' হারালে এটা আপনার খুবই কাজে আসবে।
MG Astor-এর প্রতিযোগী কারা ? ২০২২ সালের ডেলিভারির জন্য অ্যাস্টরের বুকিং এখন খোলা আছে। MG Astor ভারতে হেক্টরের নিচে সেগমেন্টে রাখা হয়েছে। গাড়ি বাজারে কমপ্যাক্ট SUV সেগমেন্টে Hyundai Creta, Volkswagen Taigun, Kia Seltos -এর সঙ্গে প্রতিযোগিতা হবে।
আরও পড়ুন : Maruti Suzuki Celerio: লঞ্চের আগেই প্রকাশ্যে ছবি, কী থাকছে নতুন সেলেরিওয় ?
আরও পড়ুন : BYD Electric MPV e6 এল ভারতে, দেখে নিন দাম ফিচার ও স্পেকস