Microsoft Layoff: একসঙ্গে পুরো ভারতীয় কর্মীদের ছাঁটাই করল মাইক্রোসফটের এই কোম্পানি ! আপনার চাকরি আছে তো ?
GitHub Layoffs: থামছে না প্রযুক্তি খাতে ছাঁটাইয়ের সংখ্যা। এবার প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাইয়ে নামল মাইক্রোসফটের কোম্পানি GitHub।
GitHub Layoffs: থামছে না প্রযুক্তি খাতে ছাঁটাইয়ের সংখ্যা। এবার প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাইয়ে নামল মাইক্রোসফটের কোম্পানি GitHub। কোম্পানির ছাঁটাই প্রক্রিয়ায় চাকরি গেছে পুরো ভারতীয় ইঞ্জিনিয়ারিং টিমের।
Tech News: সংবাদ সংস্থা IANS-এর খবর বলছে, আমেরিকার পর GitHub-এর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং টিম ছিল ভারতে। সংস্থাটি সব ভারতীয় ইঞ্জিনিয়ারদের ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক কর্মচারী।
GitHub Layoffs: কোম্পানি কী বলেছে ?
IANS-এর সঙ্গে কথা বলার সময় GitHub জানিয়েছে, কেবল কোম্পানির 'পুনর্গঠন পরিকল্পনা'র জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গিটহাব ফেব্রুয়ারিতেই ব্যাপক ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল। সংস্থা বলেছে, এটি খুবই কঠিন হলেও সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত। স্বল্পমেয়াদে কোম্পানির চাহিদা মেটাতে ও দীর্ঘ মেয়াদে সঠিক জায়গায় অর্থ বিনিয়োগ করতে এই সিদ্ধান্ত নিয়েছি সংস্থা। ফেব্রুয়ারিতে ত্রৈমাসিকের শেষ নাগাদ কোম্পানির মোট কর্মীর ১০ শতাংশ ছাঁটাইয়ের কথা বলেছিল গিটহাব।
Tech News: ছাঁটাই নিয়ে কী বলছে কোম্পানি ?
কর্মী পরিসংখ্যান বলছে, ছাঁটাইয়ের আগে গিটহাব কোম্পানিতে মোট ৩০০০ কর্মী নিযুক্ত ছিলেন। কর্মীদের পাঠানো একটি ইমেলে ইতিমধ্যেই ছাঁটাই নিয়ে মুখ খুলেছেন গিটহাবের সিইও থমাস ডহমক। তিনি জানিয়েছেন, যেকোনও ব্যবসা চালানোর জন্য সঠিক বৃদ্ধি থাকা প্রয়োজন। এমন পরিস্থিতিতে নিজেদের বৃদ্ধির জন্য এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।
এর সঙ্গে সিইও জানিয়েছেন, আপাতত এই সিদ্ধান্ত বাস্তবায়নের সময় কোম্পানি নতুন কোনও নিয়োগ করবে না। ওপেন সোর্স ডেভেলপার প্ল্যাটফর্ম গিটহাবের বিশ্বব্যাপী ১০০ মিলিয়ন সদস্য রয়েছে। শুধুমাত্র ভারতেই এর মোট এক কোটিরও বেশি ডেভেলপার রয়েছে৷ আমেরিকার পরে ভারতে কোম্পানিটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি।
Layoffs: গত বছরের শেষভাগ থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে কর্মী ছাঁটাইয়ের (Employee Layoffs) পর্ব। চলতি বছরেও চালু রয়েছে কর্মী ছাঁটাই প্রক্রিয়া। এবছরের শুরুতে অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছিল প্রায় ১৮ হাজার কর্মী চাকরি হারাবেন। এরপরই গুগল সংস্থা প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল। এখানেই শেষ নয়। অ্যামাজনে দ্বিতীয় দফার ছাঁটাই প্রক্রিয়ায় প্রায় ৯০০০ কর্মী চাকরি হারাবেন বলে আশঙ্কা করা হয়েছে। এর পাশাপাশি ব্যাপকহারে কর্মী ছাঁটাই হয়েছে মেটা সংস্থায়। প্রথম পর্যায়ে চাকরি হারিয়েছেন প্রায় ১১ হাজার কর্মী। দ্বিতীয় দফায় প্রায় ১০ হাজার কর্মীর চাকরি খোয়ানোর সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : PAN-Aadhaar Linking : বাড়ল প্যান- আধার লিঙ্কের সময়সীমা, এই তারিখের মধ্যে জুড়তে হবে