West Bengal LIVE News Updates: আজ থেকে হাওড়া শাখায় বাতিল হচ্ছে বহু লোকাল ট্রেন
West Bengal News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেট...

Background
আজ থেকে হাওড়া শাখায় বাতিল হচ্ছে বহু লোকাল ট্রেন। প্রায় এক মাস ধরে বাতিল থাকবে বহু ট্রেন। গন্তব্য়ে দেরিতে পৌঁছবে বহু এক্সপ্রেস। হাওড়া স্টেশনের কাছে বেনারস রোডে রেল ওভার ব্রিজ তৈরির জন্য় এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।
WB News LIVE Updates: আমডাঙার এক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের স্বামীর রহস্যমৃত্যু
আমডাঙার এক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের স্বামীর রহস্যমৃত্যু। মন্দারমণির হোটেল থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। মৃতের নাম আবুল নাসার ওরফে বাপ্পা। আজ সকালে হোটেল কর্মীরা তাঁকে ডাকতে গিয়ে সাড়া পাননি। মন্দারমণি কোস্টাল থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে আধহাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার করে। আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের। ব্যবসার অংশীদারি নিয়ে ঝামেলায় খুন, অভিযোগ মৃতের পরিচিতর। ২ পরিচিতকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ
West Bengal News LIVE Updates: জামিনের আবেদন নাকচ, ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হল 'কালীঘাটের কাকু'-কে
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 'কালীঘাটের কাকু'-কে হেফাজতেই চাইল না সিবিআই। 'সিবিআই হেফাজতে থাকাকালীন খাওয়া-দাওয়া বন্ধ, সুজয়কৃষ্ণ খাচ্ছেন না ওষুধও'। রাজনীতিবিদদের মতো অনশন করে সিবিআই-এর থেকে মুক্তি পেতে চাইছেন সুজয়কৃষ্ণ, আদালতে দাবি সিবিআই-এর। 'অনেকের নাম মুখে আনছেন না সুজয়কৃষ্ণ, সহযোগিতা করছেন না, তদন্তকে ভুলপথে চালিত করার চেষ্টা করছেন', সুজয়কৃষ্ণর ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য আবেদন সিবিআই-এর, আবেদন মঞ্জুর আদালতের। জামিনের আবেদন নাকচ, ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হল 'কালীঘাটের কাকু'-কে






















